আলাপ:সচিত্র সেনানায়েকে

সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ১০ বছর পূর্বে "সচিত্র না সচিত্রা না সচিথ্রা?" অনুচ্ছেদে

সচিত্র না সচিত্রা না সচিথ্রা? সম্পাদনা

বাংলায় সচিত্র নামটাই মনে হয় বহুল প্রচলিত। প্রচলিত বানান হিসেবে, আমার মতে এই নিবন্ধটাকে সচিত্র সেনানায়েকে-তে সরিয়ে নেওয়া উচিত। সচিথ্রা সেনানায়েকে মাত্র ৭টি হিট, তাও উইকির

সচিত্রা সেনানায়েকে, ৯৩৪টি হিট

সচিত্র সেনানায়েকে, ২৬৩০ টি হিট শোভন (আলাপ) ১০:২৩, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ শোভন, আপনাকে হিট অনুযায়ী নাম পরিবর্তনের পরামর্শের জন্যে। এমনিতেই শ্রীলঙ্কান নাম তো, বেশ বিদঘুঁটে! হিটের তালিকায় আরও আছে - সচিত্র সেনানায়ে[ক] (১০৪০), সচিত্রা সেনানায়ে[ক] (৪১৩)। নিয়মিত ব্যবহারকারী হিসেবে যদি শুরুতেই ব্যক্ত করতেন তো ভালো হতো! কেননা -
এর সাথে টেমপ্লেট জড়িত। জড়িত আছে আরও কয়েকটি নিবন্ধ (একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা, ২০১২ এশিয়া কাপ, নাথান ম্যাককুলাম, ২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর ...)। নিবন্ধ সৃষ্ট হলে আলোচনা-সমালোচনা থাকবেই। সে যাইহোক - সচিত্র সেনানায়েকে নামে স্থানান্তর করে বাকীগুলো পুণঃনির্দেশনা দিচ্ছি। আপনার অবদানের জন্য ধন্যবাদ। নিয়মিত ব্যবহারকারী হিসেবে আরও নিয়মিত থাকবেন এ প্রত্যাশা করছি। - Subrata Roy (আলাপ) ১১:১০, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"সচিত্র সেনানায়েকে" পাতায় ফেরত যান।