আলাপ:সংকুচিত প্রাকৃতিক গ্যাস

সাম্প্রতিক মন্তব্য: Mamun2a কর্তৃক ১৩ বছর পূর্বে "সুবিধা অসুবিধা" অনুচ্ছেদে

উইকিপিডিয়া স্ট্যান্ডার্ড সম্পাদনা

সি এন জি বাংলাদেশ ও ঢাকাতে সীমিত নয়। উইকিপেডিয়ার নিবন্ধ আরো general হওয়া উচিত। বাংলা উইকিপেডিয়া, তাই "বাংলাদেশে সি এন জি" এই নামে অনুচ্ছেদ রাখা যেতে পারে।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:২৪, ২ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

থ্যাংকস দাদা। সিএনজি অনেক দেশে পাওয়া যায়, এটা সার্বজনীন হওয়া উচিত।Mamun2a ০৯:৩৯, ২ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি) Media:Example.oggউত্তর দিন
নিবন্ধটি উইকিপিডিয়ার নিবন্ধ হয়নি বলে আমারও মত। এটি উইকিপিডিয়া স্ট্যান্ডার্ডে উন্নীতকরণের জন্য এতে একটি ট্যাগ বসানোর অনুরোধ করছি।মঈনুল ইসলাম (আলাপ) ০৯:৫৩, ১৩ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সুবিধা অসুবিধা সম্পাদনা

সুবিধা অসুবিধা অংশটা কেমন যেন রচনা রচনা লাগছে। বিশেষ করে শেষের দিকে ...এগিয়ে আসা উচিত...এ ধরণের কথা।
এখানে উল্লেখিত সিএনজির দামও পরিবর্তিত হয়েছে। নতুন তথ্য সংযোজন জরুরী। অন্যিল ১৮:৪৬, ১১ নভেম্বর ২০০৯ (ইউটিসি)

ওয়ার্নং এর অপেকখায় আছি ‍‍‍‍‍‍‍‍‍‍Mamun2a (আলাপ) ১১:১৩, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"সংকুচিত প্রাকৃতিক গ্যাস" পাতায় ফেরত যান।