আলাপ:শ্রুতি গীতবিতান

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "অনুল্লেখ্য অ্যালবামের বিজ্ঞাপন" অনুচ্ছেদে

তথ্যসূত্র

সম্পাদনা

অনুল্লেখ্য অ্যালবামের বিজ্ঞাপন

সম্পাদনা

এই নিবন্ধটি পুরোটাই সদ্য প্রকাশিত একটি অ্যালবামের বিজ্ঞাপনের মতো লাগছে। পত্রিকায় প্রকাশনা উৎসবের খবর বেরুলে সেটাই উল্লেখযোগ্যতার প্রমাণ হয়ে যায় না। আর সদ্য প্রকাশিত অ্যালবামের এরকম প্রমাণ এখনই আসার কথাও না। --রাগিব (আলাপ | অবদান) ১৪:১২, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

পুরোটাই বিজ্ঞাপন। উল্লেখযোগ্য পুরষ্কার না পাওয়া পর্যন্ত সারা বাংলাদেশের শিল্পী গান করলেও তা উল্লেখযোগ্য হয় না। নিবন্ধটি সরাসরি মুছে ফেলার অনুরোধ করছি। ভবিষ্যতে উল্লেখযোগ্য পুরস্কার বাগিয়ে নিলে অবশ্যই তা স্থান পেতে পারে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৮, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
এটার গুরুত্ব কী তা বুঝেই এটি লিখেছি। দয়া করে আস্থা রাখুন। -Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:০৯, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ফয়েজ ভাই, দয়া করে ভাষা অমার্জিত করবেন না। আপনার উপরে অনাস্থা তো নেই। আমার কাছে অগুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে ট্যাগ সেঁটেছি। আপনি গুরুত্ব প্রমাণ করতে পারলে ট্যাগ অবশ্যই অপসারিত হবে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩১, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন


আজ মাত্র মোড়ক উন্মোচন হয়েছে, এমন অ্যালবাম কীভাবে বিশ্বকোষীয় হতে পারে, তা আমার বোধগম্য নয়। ফয়জুল ভাই দীর্ঘদিনের উইকিপিডিয়ান বলে নিবন্ধটি পত্রপাঠ অপসারণের প্রস্তাব রাখিনি, কিন্তু প্রশ্নটির জবাব অবিলম্বে দেয়ার অনুরোধ জানাই। অমর্ত্য সেন কী করেছেন সেই রেফারেন্স দিয়ে লাভ নেই, কারণ অমর্ত্য সেন সঙ্গীতের বিশেষজ্ঞ নন যে, উনার সার্টিফিকেশনে এটা উল্লেখযোগ্য হয়ে যাবে। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৫, ২৯ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

এক মাস পরেও নিবন্ধটির উল্লেখযোগ্যতা প্রমাণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি নিবন্ধটির প্রণেতা ফয়েজ ভাইকে নিবন্ধটির উল্লেখযোগ্যতা প্রমাণের অনুরোধ করছি। অন্যথায় নিবন্ধটির অপসারণই যোগ্যতম কাজ হবে বলে মনে করছি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১২, ৩১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"শ্রুতি গীতবিতান" পাতায় ফেরত যান।