আলাপ:শেখ সাচী মুহাম্মদ নকশবন্দি

সাম্প্রতিক মন্তব্য: NBDIT কর্তৃক ৪ মাস আগে "শেখ সাচী মুহাম্মদ নক্সবন্দি নিবন্ধ" অনুচ্ছেদে

শেখ সাচী মুহাম্মদ নক্সবন্দি নিবন্ধ

সম্পাদনা

আমার এই নিবন্ধটির মান আরো কিভাবে উন্নয়ন করবো তার জন্য মডারেটর, মেন্টরদের এবং অভিজ্ঞদের সাহায্য কামনা করছি। অনুগ্রহপূর্বক আমাকে একটু সহায়তা করুন। আমি কালবিলম্ব না করেই চেষ্টা করেছি গ্রহনযোগ্য তথ্যসূত্র যোগ করেছি। ধন্যবাদ NBDIT (আলাপ) ১৭:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@NBDIT আপনার নিবন্ধে একটি সূচনা অনুচ্ছেদ থাকা প্রয়োজন, যেখানে সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যাদি থাকবে। উইকিপিডিয়ার জীবনী বিষয়ক অন্যান্য নিবন্ধ দেখে কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বিস্তারিত জানতে এটি দেখুন। তানভীর (আলাপঅবদান) ১২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@NBDIT এখানে আরাকান রাজ্যকে বর্তমানে বাংলাদেশ কীসের ভিত্তিতে বা কোন সূত্রে বলেছেন? তানভীর (আলাপঅবদান) ০৫:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360,
দুঃখিত এইটা ভুলবশত লিখা হয়েছে। এটি বর্তমান চট্রগ্রাম হবে। আমি অতিসত্বর ঠিক করে নিচ্ছি।
আর একটি ব্যাপার আমি যে প্রতিটি কলামে মানে সর্বশেষ সংশোধনের আগে যে জ্ঞানসাগর এর যে উক্তিগুলো দিয়েছিলাম যেমনঃ জন্ম, শিক্ষা বা ইত্যাদি যে কলামগুলোতে আমি যে জ্ঞানসাগর এর উক্তিগুলো এনেছিলাম সেগুলো আবারো যোগ করতে পারবো?? NBDIT (আলাপ) ০৬:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@NBDIT আপনি {{উক্তি}} টেমপ্লেট ব্যবহার করে এটি করতে পারেন তানভীর (আলাপঅবদান) ০৬:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360 ,
আসসালামু আলাইকুম। নিবন্ধটি যথাযথভাবে চেষ্টা করেছি সংশোধন করে মানোন্নয়ন করার জন্য। আপনি যেভাবে নির্দেশিকা দিয়েছেন সেভাবেই সবকিছু করেছি। আশা করি এইবার পূর্বের যেকোন বারের চেয়ে ভালো হয়েছে। কিন্তু প্রবন্ধের শুরুতেই যে নোটিশটি দেওয়া হয়েছে মানোন্নয়ন করার জন্য সেটা সরাতে আমাকে সহযোগীতা করুন। আশা করছি এইবার পরিপূর্নভাবে অনুমোদন করা হবে আমার এই প্রবন্ধটি।
ধন্যবাদ NBDIT (আলাপ) ০৭:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@NBDIT আপনি খুব ভালোভাবে চেষ্টা করছেন তাই ধন্যবাদ। কিন্তু এখানো আপনার নিবন্ধটি আদর্শ পর্যায়ে পৌঁছায় নি। এখানে বর্ণনাভঙ্গি ও বাচনভঙ্গিতে বেশ কয়েকটি সমস্যা রয়েছে, যেমন নিরপেক্ষ না হওয়া, ব্যক্তিগত মতামত থাকা, নামের আগে উপাধি থাকা ইত্যাদি। আর সূত্র উন্নতি ট্যাগটি এখন অপসারণ করা যাবে না কারণ এই নিবন্ধটিতে যে পরিমাণ তথ্য আছে, তার তুলনায় নির্ভরযোগ্য উৎসের সূত্র কিছুটা কম। যদিও জীবনীগ্রন্থ সূত্র হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু সেটির নির্ভরযোগ্যতা তুলনামূলক কম। তানভীর (আলাপঅবদান) ০৮:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360,
দেখুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর উপাচার্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন বলেন, যদি আবদুল করিম সাহিত্যবিশারদ না জন্মাতেন, তাহলে হয়তো বাংলা সাহিত্যের অমর কবি আলী রজার খবরও আমরা পেতাম না।" যেখানে শেখ সাচী মুহাম্মদ নক্সবন্দি এর সন্তান শাহ আলী রজার খোজ পাওয়া প্রায় দুষ্প্রাপ্য ছিল সেখানে শেখ সাচী মুহাম্মদ নক্সবন্দি এর জীবনী সংগ্রহ প্রায় দুস্কর ব্যাপার। তারপরেও তাঁর জীবনী শুধু শাহ আলী রজার রচিত শাহনামা গ্রন্থে পাওয়া যায়। এখন আমাকে বলুন যেহেতু উনার জীবনী অনলাইনেও নাই সেহেতু আমি তাঁর জীবনী একক ব্যক্তির রচিত গ্রন্থের থেকে সংগ্রহ করা ছাড়া আমার কি বা উপায় রয়েছে !! আমি যা লিখেছি তাও অনেক কষ্ট করে সংগ্রহ করে করেছি। নিরপেক্ষ করার জন্য আমি অনুপম সেন এর উদ্দৃতিও লিখেছি। দয়া করে আমার জন্য বিষয়টি সহজ করুন।
ধন্যবাদ NBDIT (আলাপ) ০৯:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@NBDIT যেহেতু আপনি আপনার প্রদেয় তথ্যের জন্য আর কোনো সূত্র খুঁজে পাচ্ছেন না, সেই কারণেই এখানে সূত্র উন্নতি ট্যাগ লাগানো হয়েছে। এখন আপনার কাজ হলো এই তথ্যগুলোর জন্য উৎস খুঁজে বের করা, কারণ তথ্যগুলো আপনার প্রদেয়। তবে সূত্র উন্নতি ট্যাগের কারণে আপনার নিবন্ধটি অপসারিত হবে না, এই আশ্বাস দেওয়া যায়। ট্যাগটি এই নিবন্ধের একটি সমস্যা নির্দেশ করছে, যা সমাধান করা প্রয়োজন। আর যে ব্যক্তির জীবনী সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সূত্রের তথ্য পাওয়া যায় না, সেই নিবন্ধটি উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য বলে বিবেচিত হয় না, কারণ উইকিপিডিয়া একটি বিশ্বকোষ এবং এখানে এমন সব ব্যক্তি সম্পর্কে লেখা যায়, যারা উল্লেখযোগ্যভাবে আলোচিত। আপনার এই নিবন্ধটি উল্লেখযোগ্য হিসেবেই ধরে নেওয়া হয়েছে। তবে কোনো বিতর্কিত তথ্য প্রদানে বিরত থাকুন। তানভীর (আলাপঅবদান) ১১:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360,
আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সহযোগীতা করার জন্য। আপনার নির্দেশিকা এবং সহযোগীতা পেয়েই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিবন্ধটির মানোন্নয়ন করার জন্য। তবে এই ব্যাপারে আপনার আরো সহযোগীতা প্রয়োজন যতদিন পর্যন্ত সূত্র উন্নতি ট্যাগটি অপসারন না হয়। আমি এইবার থেকে চেষ্টা করবো সূত্র উন্নতি ট্যাগটি কিভাবে অপসারন করা যায় কিন্তু অবশ্যই আপনার সহযোগীতা দরকার। ১। আমি কিভাবে তথ্যগুলোর জন্য উৎস খুঁজে বের করতে পারি ? ২। আপনি উল্লেখ করেছেন যে ট্যাগটি নিবন্ধের একটি সমস্যা নির্দেশ করেছে যা সমাধান করা প্রয়োজন। এইটি কিভাবে সমাধান করতে পারি? এই দুটি বিষয়ে দয়া করে আমাকে সাহায্য করুন।
আবারো অনেক ধন্যবাদ NBDIT (আলাপ) ১৬:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"শেখ সাচী মুহাম্মদ নকশবন্দি" পাতায় ফেরত যান।