আলাপ:শিউলি ফুল

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৩ বছর পূর্বে "শিউলি না শিউলী" অনুচ্ছেদে

শিউলি না শিউলী সম্পাদনা

শিউলি বানানে তো সব জায়গায় ই-কারই দেখি। এখানে ঈ-কার কেন?--অর্ণব দত্ত ০৭:৪৮, ২৩ অক্টোবর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

শিউলি বানানে রিডাইরেক্ট করে দিলেই হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:৩৫, ২৩ অক্টোবর ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


আমি বাংলা একাডেমীর "বাংলা ব্যবহারিক অভিধান" এ ১০৭৯ নং পৃষ্ঠায় পেলাম, বানান টা "শিউলি" লেখা। এবং স্কুলের বাংলা বই তেও পেলাম "শিউলি" নাম।

আমি শিউলি নিয়ে লিখতে চাচ্ছি। এখন কিভাবে করতে হবে আমাকে জানালে ভালো হত। সুপ্তি (আলাপ) ১১:২১, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন


আপনি লিখেছেন, এই ফুল পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ফুল। এই ফুল শুধু পশ্চিমবঙ্গের না, থাইল্যান্ডের একটা প্রদেশ এর ও রাষ্ট্রীয় ফুল। আমি সেটা নীচে "নাম ও প্রতীক" এর মধ্যে লিখেছি। সুপ্তি (আলাপ) ১৬:৫৩, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অসুবিধা নেই। কোনো তথ্য গুরুত্বপূর্ণ হলে তা ভূমিকাতেও উল্লেখ করা যায়। --অর্ণব দত্ত (আলাপ) ২০:৩৬, ১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"শিউলি ফুল" পাতায় ফেরত যান।