আলাপ:শাহ আহমদ শফী

সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ৩ বছর পূর্বে "জন্ম সাল" অনুচ্ছেদে

সেপ্টেম্বর ২০২০ সম্পাদনা

@Al Riaz Uddin Ripon: ভুলে চাপ পড়ে রোলব্যাক হয়ে গেছে। - ওয়াইস আলাপ ১৯:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: আপনার বিশেষ:পছন্দসমূহ#mw-prefsection-gadgets থেকে রোলব্যাক করার সময় নিশ্চিতকরণ বার্তা দেখান অপশনে ঠিক দিন। তাহলে অনাকাঙ্ক্ষিত রোলব্যাক হবে না। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon: দেওয়াই আছে। কাজ করে না। - ওয়াইস আলাপ ১৯:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni: তাহলে আপনার অন্য কোথাও সমস্যা রয়েছে৷ আমার তো মোবাইল ও ডেস্কটপ মোড দুই ক্ষেত্রেই রোলব্যাক করার আগে নিশ্চিতকরণ বার্তা দেখাচ্ছে। অনুগ্রহ করে আপনি বিষয়টি পুনরায় চেক করে নিন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মৃত্যু অনুচ্ছেদ সম্পাদনা

@Owais Al Qarni: বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণের জন্য মনে হয় আলাদা অনুচ্ছেদ না রাখলেও হয়। আপনার কি মনে হয়?জিলার্ড🍁 ১৪:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Szilard: এটা রাখা যায়। তবে সমালোচনা অংশটি সম্পাদনা করা দরকার। মনে হচ্ছে, এখানে কারো ব্যাক্তিগত মতামত দেওয়া হয়েছে। কালের কণ্ঠ সহ অনেক পোর্টালে দেখলাম উইকি থেকে তথ্য নিয়ে নিউজ করা হয়েছে, তাই এটি সম্পাদনা করা গুরুত্বপূর্ণ। - ওয়াইস আলাপ ১৪:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni:আচ্ছা আমি সমালোচনা অনুচ্ছেদটি দেখছি। তবে আমার মনে হয় মৃত্যু অনুচ্ছেদটা না রাখাই ভালো। আত্মহত্যা, খুন বা অস্বাভাবিকভাবে মৃত্যু হলে তার জন্য আলাদা অনুচ্ছেদ রাখা যেত। এক্ষেত্রে শুধু মৃত্যুর সাল ভূমিকাংশে দিয়ে দিলেই আমার মতে সবচেয়ে ভালো হয়।জিলার্ড🍁 ১৪:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Szilard: ওনার মৃত্যু কিভাবে হয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। আপাতত থাকুক, পরে ঠিক করব। এখন পত্রিকা ফলো করছি। - ওয়াইস আলাপ ১৪:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni:আচ্ছা। আর সমালোচনা অংশটি ইংরেজি উইকি থেকে অনুবাদ করে দিই। কি বলেন?জিলার্ড🍁 ১৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Szilard: দিন, তবে ব্যক্তিগত মতামত থাকলে তা এবয়েড করবেন। কারণ বিষয়টা খুবই স্পর্শকাতর। - ওয়াইস আলাপ ১৪:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জন্ম সাল সম্পাদনা

@DelwarHossain, Owais Al Qarni, এবং Szilard: ভাইয়া, কালের কণ্ঠে উনার জন্মসাল ১৯১৬ দেওয়া থাকলেও এনটিভি, নয়া দিগন্ত আর বাংলাট্রিবিউন বলছে ১৯২০। আবার বিবিসি বলছে ১৯৩০। তাহলে, কোনটি সঠিক?
গোলা মুকি(আলাপ)০৮:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md. Golam Mukit Khan: পৃথক তথ্যসূত্রে সেগুলোও পৃথকভাবে উল্লেখ করা যেতে পারে। --দেলোয়ার () • ০৮:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Md. Golam Mukit Khan: ওনার জন্মসাল নিয়ে তুমুল বিতর্ক আছে। আজকে জানাযার নামাজের সময় বলা হয়েছে ১৯২০। আমি স্পষ্ট শুনেছি। - ওয়াইস আলাপ ১২:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"শাহ আহমদ শফী" পাতায় ফেরত যান।