আলাপ:শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ

আমি একজন অতি সাধারন ও খিটখিটে মেজাজের এমনকি একজন স্বার্থপর মানুষ, নিজের পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই…তবুও যেটুকু না বললেই নয় তাই বলি শুনুন…

আমার প্রকৃত নাম হাবিবুর রহমান , নিকট লোকেরা ডাকে হাবিবুর নামেই।

নিজের ভিতরে অনেক দোষ ত্রুটি আছে ওটা জানি কিন্তু ঐ দোষ ত্রুটি শোধরাতে আর পারি না। সব সময় কাজের চেয়ে অকাজই করতে বেশি পছন্দ করি। অলসতা, দৈর্য্যহীন, স্বার্থপর, অস্থির ও উদাসীন প্রকৃতির এক মানুষ…নিজের প্রতি নিজের বিশ্বাস নেই সব সময় সিধান্তহীনতায় ভোগা একজন…আর এই ভাবেই আমাকে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার দিন অতিবাহিত করতে হয় । যে কোন বিষয় প্রচন্ড সিধান্তহীনতায় ভোগা আমার একটা চরম অভ্যস হয়ে গেছে । আর কোন উপায় না পেয়ে সিধান্ত নেবার দায়ভার পড়ে সৃষ্টি কর্তার উপর ।

পড়াশোনা শুরু করেছিলাম 31 নং মধ্যবাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর পাঁচ বছর বাংগাবাড়ি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি এরপর দুই বছর বাংগাবাড়ি ইউনুস স্মরনী স্কুল এন্ড কলেজে পড়াশুনা করছি। এরপর চার বছর মেয়াদে কৃষি ডিপ্লোমা কোর্স শেষ করেছি। বর্তমানে Psychology নিয়ে উচ্চতর পড়াশোনা করার চিন্তাভাবনা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এটি আমার অনেক পছন্দের সাবজেক্ট। পরীক্ষার কিছু দিন আগ থেকে পড়াশুনা করি শুধু পাশ করার জন্য, খুবই আতংকে থাকি গনিত কে , সেই ছোট বেলা থেকে…এখনও আমার পিছু ছাড়ে না। বর্তমানে প্রচলিত নিয়মের পড়াশুনা প্রায় শেষের দিকে। বর্তমানে নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করার জন্য সর্বদা ব্যস্ত থাকার ভান করি। তাই নিজের সব চিন্তা ভাবনা এটাকে নিয়ে। ইচ্ছে করলে যোগ দিতে পারেন আমার প্রতিষ্ঠানের ফেসবুক ফ্যন পেইজে।

ছোট থেকেই টেকনোলজি বিষয় সম্পর্কে জানার এবং বুঝার অনেক আগ্রহ ছিল। আমি প্রথম মোবাইল ব্যবহার শুরু করি ক্লাস সিক্স থেকে। মোবাইল নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম। এরপর কম্পিউটার নিয়া নাড়াছাড়া শুরু করি 2017 সালের প্রথম দিকে , অথচ কিছুই বুজতাম না আস্তে আস্তে এর রহস্য ভেদ করে চলছি জানি না শেষ কবে হবে।

বাংলা ফোরাম ও ব্লগ গুলো আস্তে আস্তে খুবিই জনপ্রিয় হয়ে উঠেছে তাই নিয়মিত বিভিন্ন ফোরামে ও ব্লগে আশা যাওয়া আছে । ভালই লাগে ফোরামে আর ব্লগে ঘুরে বেড়াতে। তাই অবিরত ভাবে শিখছি নতুন নতুন বিষয়। যার কোন শেষ নাই, তাই মাঝে মঝে বলি ‘‘জানার কোন শেষ নাই……জানার চেষ্টা বৃথা তাই…”

পড়াশুনা তে কোন কালেই ভাল ছিলাম না তবে নতুন বিষয় জানার আগ্রহ সব সময় থাকত।

আমি যতই খারাপ হই কেন ভাল কাজ করার ইচ্ছা সব সময় থাকত তাই এমন কিছু করার ইচ্ছা আছে যার সুফল আমি না থাকলে যেন অন্যরা ভোগ করতে পারে।

স্কুল থেকে কলেজ পর্যন্ত কাটিয়েছি নিজ গ্রামে , এইচ এস সি পরীক্ষার পর অনত্র আসা তাই প্রথমে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছিল অন্য সবার মত আমারও। নতুন পরিবেশের সাথে খাপ খেতে, তবে এখন আর ও গুলা কোন ব্যপার ই না।

সব সময় আড্ডা মারতে ও হাসতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ও খারাপ লাগে না ইতিমধ্যে বাংলাদেশের আলোচিত স্থান গুলো প্রায়ই দেখা হয়ে গেছে । হয়ত সামনে পুরা বাংলাদেশ এমনকি পুরা পৃথিবী না হোক আংশিক দেখার ইচ্ছা আছে , ইন্‌সাআল্লাহ্‌।

I am Habibur Rahman. I graduated from a four-year agricultural diploma course. I have been writing Bangla blogs online for the last 4 years and I have been involved with various online-based voluntary organizations such as Google Mapping Place Adding and other organizations working on introducing technology in Bengali. Sharing real experiences with friends around.


Education period

I started my education from Bangabari Union, a border village in Chapainawabganj, the westernmost district of Bangladesh. I started my education from Madhya Bangabari Government Primary School No. 31, which is located in the middle of Bangabari. Then I did my secondary education from Bangabari Dakhil Madrasa. I did my higher secondary education from Bangabari Yunus Smarani School and College. I am currently a second-year honors student at Shah Neyamat Ullah College in Chapainawabganj Sadar. I am studying psychology.

"শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ" পাতায় ফেরত যান।