আলাপ:শাহাবুদ্দিন আহমেদ

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৭ বছর পূর্বে

শাহাবুদ্দিন আহমেদ কে বাংলাদেশী রাজনীতিবিদ বিষয়শ্রেনীতে অন্তর্ভূক্ত করার ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি। শাহাবুদ্দিন আহমেদ কি রাজনীতিবিদ ছিলেন বা আছেন ??? যদিও তিনি রাজনৈতিক দলের মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তারপরও তিনি কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সাথে জড়িত বলে আমার জানা নেই। রাজিবুল ০৬:১৯, ১১ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

রাষ্ট্রপতি মাত্রেই রাজনীতিবিদ, তাই না? দলের সাথে জড়িত থাকার দরকার আছে কী? উদাহরণ স্বরূপ আব্দুল কালামের ইংরেজি নিবন্ধটি দেখুন (en:Abdul_Kalam। Presidents of India <Political office-holders in India<Indian politicians।
compromise হিসাবে এটা করতে পারেন, উপরের উদাহরণমাফিক Category:বাংলাদেশের রাষ্ট্রপতি তৈরী করে শাহাবুদ্দিন আহমেদ কে ঐ বিষয়শ্রেণীতে ফেলুন। --রাগিব ০৬:২৬, ১১ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
By the way, ২য় বারে শাহাবুদ্দীন কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, আমার জানা মতে। --রাগিব ০৬:২৭, ১১ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

'রাষ্ট্রপতি মাত্রই রাজনীতিবিদ' কথাটি সম্পর্কে আমার সন্দেহ রয়েছে তবে এটা আমার 'রাজনীতি' শব্দের ব্যাপারে অজ্ঞতার কারনে হতে পারে। রাজিবুল ০৬:৩৮, ১১ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

আমিও এই ব্যাপারে অজ্ঞই বটে, পেশায় তো কারিগর ... রাষ্ট্রবিজ্ঞান পড়েছি মাত্র এক সেমিস্টারের একটি কোর্সে। :) তবে ইংরেজি উইকিপিডিয়ার উদাহরণ মতে রাষ্ট্রপতি=রাজনীতিবিদ এটাই দেখতে পাই। --রাগিব ০৬:৪০, ১১ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

"শাহাবুদ্দিন আহমেদ" পাতায় ফেরত যান।