আলাপ:শশীদল রেলওয়ে স্টেশন

সাম্প্রতিক মন্তব্য: Md.ryhun কর্তৃক ৭ মাস আগে "ট্রেন যাত্রা বিরতী" অনুচ্ছেদে

তারিখ ২০।১১-২০২৩ মাননীয় রেলমন্ত্রী। বাংলাদেশ রেলওয়ে শশীদল রেলওয়ে স্টেশন। শশীদল বি পাড়া। কুমিল্লা আমরা শশীদল বাসি,অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,আমাদের shashidal রেলস্টেশানটেএকটি জংশন হওয়ার কথা। কিন্তু সে জায়গায়। ছোট একটি রেলওয়ে স্টেশন করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে স্টেশনে কোন ট্রেন যাত্রা বিরতি দেওয়া হয় না। কিন্তু এই স্টেশনে অনেক ঢাকার যাত্রী বেশি। তাই সে অনুযায়ী কোন আন্তঃনগর ট্রেন নেই। তাই আমরা শশীদল বাঁশি চাই। আমাদের একটা আন্তঃনগর দেওয়া হোক। উপকূল অথবা সুবর্ণাচার। এই দুটির মধ্যে যেকোনো একটি দিলে হবে। নিবেদক শশীদল বাঁশি পক্ষে মোঃ ইমরান মাস্টার এসএম খালেদ শশীদল রেলওয়ে স্টেশন

ট্রেন যাত্রা বিরতী

সম্পাদনা

তারিখ ২০।১১-২০২৩

মাননীয় রেলমন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ে

শশীদল  রেলওয়ে স্টেশন।

শশীদল বি পাড়া। কুমিল্লা

আমরা শশীদল  বাসি,অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,আমাদের shashidal  রেলস্টেশানটেএকটি জংশন হওয়ার কথা। কিন্তু সে জায়গায়। ছোট একটি রেলওয়ে স্টেশন  করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে স্টেশনে কোন ট্রেন যাত্রা বিরতি দেওয়া হয় না। কিন্তু এই স্টেশনে অনেক ঢাকার যাত্রী বেশি। তাই সে অনুযায়ী কোন আন্তঃনগর ট্রেন নেই। তাই আমরা শশীদল  বাঁশি  চাই। আমাদের একটা আন্তঃনগর দেওয়া হোক। উপকূল অথবা সুবর্ণাচার। এই দুটির মধ্যে যেকোনো একটি দিলে হবে।

নিবেদক

শশীদল বাঁশি পক্ষে

মোঃ ইমরান

মাস্টার

এসএম খালেদ Md.ryhun (আলাপ) ০৭:৩৯, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"শশীদল রেলওয়ে স্টেশন" পাতায় ফেরত যান।