আলাপ:লোকজ্ঞান

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ২ বছর পূর্বে "নতুন শিরোনামে স্থানান্তর প্রসঙ্গে" অনুচ্ছেদে

জুলাই ২০২১ সম্পাদনা

@Naznin S. Niti: তথ্যসূত্রগুলো বাংলা করে দিতে পারলে ভাল হত! -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১১:৫১, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বুঝতে পারছি। তথ্যসূত্রগুলো ইংরেজি নিবন্ধ থেকে নেয়া হয়েছে বলে বাংলা নিবন্ধেও ইংরেজিতে আছে। এগুলো বাংলা করে ফেললে যেকোন লিঙ্ক ক্লিক করার পর আর মূল নিবন্ধ পাওয়া যাবে না। তাতে তথ্যসূত্রের যোগ্যতা হারাবে। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।-Naznin S. Niti (আলাপ) ১২:১৯, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Naznin S. Niti: এই নিবন্ধের তথ্যসূত্র আর গ্রন্থপঞ্জি অনুচ্ছেদটা দেখুন। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১২:২৩, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জ্বী। দেখেছি। ইংরেজি ভাষার লিংকগুলো ইংরেজিতে থাকলেই আমার মতো পাঠকদের জন্য সুবিধা হতো। আলাদা করে টাইপ করতে হতো না। তাছাড়া ইংরেজি নাম বাংলা অক্ষরে লেখার যৌক্তিকতা কতটুকু? বরং যেকোন নিবন্ধে সক্রিয় লিংক থাকলে নিবন্ধটির ওপর পাঠকের আস্থা তৈরি হয় ।

তারপরও উইকিপিডিয়া কর্তৃপক্ষ যদি মনে করে তথ্যসূত্রগুলো বাংলায় হওয়া উচিত তাহলে যে কেউ কাজটি করতে পারে।

ধন্যবাদ। Naznin S. Niti (আলাপ) ১৪:১৩, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এতগুলো তথ্যসূত্রগুলোকে বাংলা করাটাকে অপ্রয়োজনিয় মনে করি এখানে নির্বাচিত নিবন্ধ লেখা হচ্ছে না। এরপরও কারও সময় থাকলে করতেই পারে —শাকিল হোসেন আলাপ ১৪:১৯, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নতুন শিরোনামে স্থানান্তর প্রসঙ্গে সম্পাদনা

ধন্যবাদ। আমি নিজে এই নাম দেবো কিনা দ্বিধায় ছিলাম। কেননা ফোকলোরের বাংলা অর্থ কোথাও লোকজ্ঞান পাইনি। যদিও নিবন্ধটির বিষয় লোকজ্ঞান সম্পর্কিত। আপনি নিশ্চয়ই নামটি নিশ্চিত হয়েই পরিবর্তন করেছেন। সেজন্য আবারো ধন্যবাদ। 202.134.8.129 (আলাপ)

নতুন শিরোনামে স্থানান্তর প্রসঙ্গে সম্পাদনা

ধন্যবাদ। আমি নিজে এই নাম দেবো কিনা দ্বিধায় ছিলাম। কেননা ফোকলোরের বাংলা অর্থ কোথাও লোকজ্ঞান পাইনি। যদিও নিবন্ধটির বিষয় লোকজ্ঞান সম্পর্কিত। আপনি নিশ্চয়ই নামটি নিশ্চিত হয়েই পরিবর্তন করেছেন। সেজন্য আবারো ধন্যবাদ। Naznin S. Niti (আলাপ)

Naznin S. Niti, আপনি সম্ভবত আমাকে উদ্দেশ্য করে লিখেছেন। আমি আপাতত সাময়িকভাবে নিবন্ধের শিরোনাম লোকাচারবিদ্যা থেকে "লোকজ্ঞান"-এ সরিয়ে নিয়েছি। Folklore কথাটি ইংরেজিতে "লোকজ্ঞান" (একটি অধ্যয়নের বিষয়) এবং কখনও কখনও "লোকাচারবিদ্যা" (অর্থাৎ একটি বিষয় অধ্যয়নকারী শাস্ত্র) দুই অর্থেই ব্যবহৃত হয়। এই নিবন্ধের Folklore বলতে অধ্যয়নের বিষয় বোঝানো হয়েছে, কিন্তু শাস্ত্র বোঝানো হয়নি। তাই আপাতত "লোকজ্ঞান"-এ সরিয়ে নিয়েছি। আমি এখনও পুরোপুরি নিশ্চিত নই যে "লোকজ্ঞান"-ই সেরা শিরোনাম (Folklore-কে বাংলায় বিভিন্নভাবে অনুবাদ করা হয়েছে)। কিন্তু আমি এটা নিশ্চিত যে এই নিবন্ধের শিরোনাম "লোকাচারবিদ্যা" রাখা উচিত নয়। তাই এই সাময়িক পদক্ষেপ।
আমি আরও খেয়াল করে দেখলাম যে Folklore studies বলে ইংরেজি উইকিতে ইতিমধ্যেই একটি নিবন্ধ আছে; তাই "লোকাচারবিদ্যা" শিরোনামে আলাদা নিবন্ধ বানিয়ে সেটার সাথে ইংরেজি উইকির Folklore studies নিবন্ধের সাথে যুক্ত করে দিয়েছি। ফলে দুইটি ভিন্ন ধারণার জন্য দুইটি ভিন্ন নিবন্ধ তৈরি হল। এই নিবন্ধে আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ। শিরোনামের স্থানান্তরের কারণ বোঝার জন্যও ধন্যবাদ (যদিও সামনে হয়ত লোকজ্ঞান বদলে কাছাকাছি কোনও নাম হতে পারে বা না-ও হতে পারে; একটু গবেষণা ও আলাপ আলোচনা করতে হবে)। বাংলা উইকিপিডিয়াতে আপনার পদচারণায় শুভকামনা রইল। --অর্ণব (আলাপ | অবদান) ১০:২৬, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"লোকজ্ঞান" পাতায় ফেরত যান।