আলাপ:লুই কান

সাম্প্রতিক মন্তব্য: Sam jhang কর্তৃক ১৬ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

শিরোনাম সম্ভবত লুই কান হবে। আমরা এ নামেই জানি। মন্তব্য করুন। -- মুহাম্মদ ১৭:৩৮, ১৫ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
-আমার মতে শিরোনাম লুই ইসাডোর কাহ্‌ন হওয়া উচিৎ, যদিও এর উচ্চারণ কান,কারণ এশিয়াটিক সোসাইটি কর্তৃক এ বানানটি ব্যবহৃত হয়েছে। আর বানানটি ইংরেজীতে লুইস হলেও উচ্চারণ লুই। --Sam jhang ২০:১১, ৭ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়ার অন্য সব ভুলের মতো "কাহন" বানানটাও ভুল। লুই না লুইস এই ব্যাপারে আমি বলতে পারছি না - Louis এর উচ্চারণ লুই হলেও কোনোখানে শুনেছিলাম, লুইস কান নিজের নামের উচ্চারণ করতেন্ "লুইস" হিসাবে। তা যদি হয়ে থাকে, তাহলে "লুইস" ঠিক আছে। এটা কাউকে যাচাই করে নিতে হবে। My Architect সিনেমাটা যারা দেখেছেন, তারা বলতে পারবেন হয় তো। --রাগিব (আলাপ | অবদান) ২০:২৮, ৭ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


রাগিব ভাই, বাংলাপিডিয়া না, এবছর নতুন কিছু সাংস্কৃতিক সমীক্ষা বেরিয়েছে। আমি স্থাপত্য সমীক্ষার রেফারেন্সে কাহ্‌ন বলেছিলাম। তবে এইমাত্র my architect দেখলাম, একদম প্রথমে (এবং কিছু ফরমাল জায়গায়) লুইস বললেও পরে বেশিরভাগ জায়গায় লুই ব্যাবহৃত হয়েছে, বিশেষত ইনফর্মাল জায়গায়। কি করা উচিৎ?--Sam jhang ২০:৪২, ৭ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

-'লুই আই কান' নামেই বেশি পরিচিত উনি। --Muhammad Shafayet Hossain

"লুই কান" পাতায় ফেরত যান।