আলাপ:লিনাক্স পরিগ্রহণ

সাম্প্রতিক মন্তব্য: Tarunno কর্তৃক ১২ বছর পূর্বে "অনুবাদ ব্যবহারের অনুমতি" অনুচ্ছেদে

অনুবাদ ব্যবহারের অনুমতি সম্পাদনা

এই নিবন্ধের মূল অনুবাদক মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান। তিনি এই মেইলে এটি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন। মূল নিবন্ধ থেকে রেফারেন্স সাইটেশনগুলো হালনাগাদ করার কাজ চলছে। — TarunnoTarunno• ‍‍‍‍০৩:৪৮, ২১ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

চলুক, ভালো কাজ হচ্ছে। কিন্তু শাবাব ভাই, বার্তা স্বাক্ষর করতে ভুলে গেলেন যে? :) — তানভিরআলাপ • ‍‍‍‍০৩:৫১, ২১ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ভুল হয়েছিল। দুঃখিত! --Tarunno (আলাপ) ১৬:২০, ২১ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ভবিষ্যতে আর কোন ভুল বোঝাবুঝি এড়াতে এখানে আরেকবার অনুমতির ব্যাপারটা বলে যাই। এটা আমার অনুবাদ করা। এবং প্রয়োজনীয় সংশোধনী সহ যে কোন স্বেচ্ছাসেবী উইকিপিডিয়াতে সংযোজন ও পরিবর্ধণ করতে পারেন। http://en.wikipedia.org/wiki/Linux_adoption#Types_of_adopters অনুবাদ করেছি এটুকু। তবে এতে ব্রাজিলের সাইটেশন ধরে সেটা থেকে আরো দুই লাইন তথ্য যোগ করেছি। এছাড়া ফিলিপিনসের স্কুলের তথ্যতে মূল রেফারেন্স থেকে অতিরিক্ত তথ্য লাগিয়েছি। প্রচারের জন্য এটাকে আমি কয়েকটি ব্লগে প্রয়োজনীয় রেফারেন্সসহ প্রকাশ করেছি। ধন্যবাদ। --শামীম (আলাপ | অবদান) ০৬:৫৫, ২১ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন
"লিনাক্স পরিগ্রহণ" পাতায় ফেরত যান।