আলাপ:লালবুক গুরগুরি

সাম্প্রতিক মন্তব্য: Khaled0147 কর্তৃক ১১ বছর পূর্বে "লালখেনি নামটা শুধু বাগেরহাটের" অনুচ্ছেদে

লালখেনি নামটা শুধু বাগেরহাটের

সম্পাদনা

খেনি নামটা Crake-জাতীয় পাখিদের বাগেরহাট-খুলনা অঞ্চলের নাম। সমগ্র বাংলাভাষী এলাকার জন্য সেটা মোটেও প্রযোজ্য নয়। লালবুক গুরগুরি নামটা আমি কয়েকটা বইয়ে পেয়েছি। রাঙা ক্রেক নামেও পাখিটি পরিচিত। তবে গ্রহণযোগ্য বাংলা নাম থাকতে প্রতিবর্ণীকৃত নাম বসানোর কোন মানে হয় না।---খালেদ (আলাপ) ১০:১৬, ৫ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"লালবুক গুরগুরি" পাতায় ফেরত যান।