আলাপ:লাদাখের ইতিহাস

সাম্প্রতিক মন্তব্য: ANKAN কর্তৃক ৩ বছর পূর্বে "অসম্পূর্ণ অনুবাদ" অনুচ্ছেদে

অসম্পূর্ণ অনুবাদ সম্পাদনা

@Hasnat Tasnim: শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুসারে আপনাকে নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ শেষ করতে হবে। লাদাখের ইতিহাস নিবন্ধে প্রাচীন ইতিহাস-এর একাধিক অনুচ্ছেদ (যেমন দ্বিতীয়, শেষ অনুচ্ছেদ), প্রথম পশ্চিম তিব্বত রাজবংশ অনুচ্ছেগুলোর অনুবাদ সম্পূর্ণ করার অনুরোধ থাকলো। আর একটা তথ্য যুক্ত করি, আপনার সহায়তা হ্তে পারে। তথ্যসূত্র যুক্ত করার ক্ষেত্রে ইংরেজি নিবন্ধের বাক্যের পরে যেভাবে <ref>...</ref> থাকে, সেভাবে ঐ অংশটুক কপি বাংলা বাক্যের শেষে যুক্ত করে (পেস্ট করে) দিলেই তথ্যসূত্র নিয়ে পরবর্তীতে সমস্যা হবে না। নিবন্ধের মাঝে "তথ্যসূত্রঃ" কথাটা না লিখে এভাবে যুক্ত করতে পারেন। আর নিবন্ধটির অনুবাদ হয়নি এমন অংশগুলোর অনুবাদ শেষ হলে আবারও প্রতিযোগিতা পাতায় জমা দিতে হবে না, আমি এমনিই আবার কিছুদিন পরে পর্যালোচনা করব। শুভকামনা!  অংকন (আলাপ) ০৯:০২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেবার জন্য। Hasnat Tasnim (আলাপ) ১৪:৪৩, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Hasnat Tasnim: আপনাকেও ধন্যবাদ। :) ― অংকন (আলাপ) ১৭:৪৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"লাদাখের ইতিহাস" পাতায় ফেরত যান।