আলাপ:রেণুকা চৌধুরি

সাম্প্রতিক মন্তব্য: Sumangal কর্তৃক ১৪ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

দয়া করে উনি কেন উল্লেখযোগ্য তা সূত্র সমেত যোগ করুন। সকল রাজনীতিবিদের উপরই যদি উইকিপিডিয়ায় এক লাইনের ভুক্তি থাকে তাহলে অনেক অনেক ভুক্তি হবে। যা বিশ্বকোষীয় না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪২, ৩ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

এনার ইংরেজি নিবন্ধ থেকে বোঝাই যায় উল্লেখযোগ্য আছে। কিন্তু নিবন্ধটি বাংলা উইকির ক্ষেত্রে এই মুহুর্তে কতটা উল্লেখযোগ্য তা সন্দেহ আছে। কারন এনার উল্লেখযোগ্যতা এখানেই প্রমান করতে হবে। নচেৎ অপসারণ করা উচিত। শুধু মাত্র একটা ভুক্তির জন্য এমন ছোট ছোট নিবন্ধ বাংলা উইকির মানকে খারাপ করছে। এই নিয়ে আমাদের আগেও আলচনা হয়েছে। সুমঙ্গল সেটা জানে না। নিবন্ধ সঙ্খ্যার অনুসারে আমরা পিছিয়ে আছি ঠিকই, কিন্তু আমরা গুনমানে এগিয়ে। রাগিব ভাই বা যে কেউ তো একটা বট স্ক্রিপ্ট করে অনেক নিবন্ধ তৈরি করে ফেলতে পারেন, কিন্তু তা আমরা করব না করছি না।(যেমনটা ইমার ঠার/বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিতে করা হয়েছে বা করা হয়ে থাকে ) তাই সুমঙ্গলকে বলছি নিবন্ধটিকে প্রসারিত করুন ও উল্লেখযোগ্যতা প্রমান করুন, নচেৎ সরিয়ে ফেলা হবে। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১১, ৩ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
একমত। অন্তত এক প্যারা লেখার মতো সময় না থাকলে ভুক্তিটি শুরু না করাই ভালো। অন্য অনেক উইকি সংখ্যা বাড়াবার ইঁদুর দৌড়ে গা ভাসিয়ে মানকে জলাঞ্জলি দিয়েছে, সেই পথে না এগোনোই ভালো হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৩২, ৩ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা সম্পাদনা

আশা করি এবার উল্লেখযোগ্যতা ট্যাগটি রাখা নিষ্প্রয়োজন।--ভার্গব চৌধুরি ১৬:৪৭, ৪ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

"রেণুকা চৌধুরি" পাতায় ফেরত যান।