আলাপ:রানওয়ে (২০১০-এর চলচ্চিত্র)

সাম্প্রতিক মন্তব্য: Aashaa কর্তৃক ১২ বছর পূর্বে "সূত্র পরিবর্তিত" অনুচ্ছেদে

তথ্যসূত্রে ব্লগ গ্রহণযোগ্য নয় সম্পাদনা

উইকিপিডিয়ায় কোনো ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের কোনো লেখা তথ্যসূত্র হিসেবে গ্রহণযোগ্য নয়। আশা, আমি চাই, তুমি নিজেই তাই সেসকল তথ্যসূত্র নিবন্ধটি থেকে মুছে দিবে (তথ্যগুলো সাধারণ, তাই মুছে ফেলার দরকার নেই)। একইভাবে বহিঃসংযোগ থেকেও ব্লগের লিংকগুলো অপসারণ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয়, যদি মুছে ফেলা তথ্যসূত্রটির জায়গায় সন্দেহমুক্ত কোনো নির্ভরযোগ্য তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র যোগ করে দিতে পারো। ভালো থেক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:৩৬, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সূত্র পরিবর্তিত সম্পাদনা

এখন সংবাদমাধ্যমের তথ্যসূত্র দেয়া হয়েছে। তথ্যগুলো সাধারণ, তাই মুছে ফেলার দরকার নেই। একইভাবে বহিঃসংযোগ ব্লগের লিংকগুলো অপসারণ করার চেয়ে থাকা ভাল সেখানে আরও বিস্তারিত তথ্য রয়েছে। চলচিত্র সমূহের ক্ষেত্রে একটু শীথিল করা যেতে পারে মনে হয়। মুভি রিভিউ লেখক বাংলাদেশে অনেক কম। আশা (আলাপ) ২১:০০, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"রানওয়ে (২০১০-এর চলচ্চিত্র)" পাতায় ফেরত যান।