আলাপ:রাজউক উত্তরা মডেল কলেজ
সাম্প্রতিক মন্তব্য: Nasir8891 কর্তৃক ১৩ বছর পূর্বে "কলেজ ভবনের ছবি" অনুচ্ছেদে
এই পাতাটি রাজউক উত্তরা মডেল কলেজ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান বিশ্বকোষীয়/অবিশ্বকোষীয়
সম্পাদনাএ নিবন্ধে গত ছয় বছরের পরীক্ষার ফলাফলের একটি পরিসংখ্যান উপযুক্ত রেফারেন্স সহকারে যুক্ত করা হয়েছে। যা বিশ্বকোষীয় নয় কারণ দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে। আমার মতে পরিসংখ্যানগুলো বিশ্বকোষীয় এবং তা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্যতা এবং গুরুত্ব প্রমাণ করে। পরিসংখ্যানে শুধুমাত্র উল্লেখযোগ্য পাবলিক পরীক্ষাগুলোর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, এবং এতে কলেজের পারফর্মেন্সের একটি চিত্র বোঝা যাচ্ছে। হয়তো তথ্যের বাহুল্য থাকতে পারে অথবা সম্পাদনার প্রয়োজন থাকতে পারে, তবে অবিশ্বকোষীয় বলে তা সরিয়ে ফেলা উচিত হবে না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৫, ২১ মার্চ ২০১১ (ইউটিসি)
- সবাইকে Wikipedia:College and university article guidelines দেখে নেবার অনুরোধ করছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:৫২, ২১ মার্চ ২০১১ (ইউটিসি)
- নিবন্ধটির এই সকল তথ্যগুলো ট্রিভিয়া গোছের। তবে প্যারাগ্রাফ আকারে একটি প্যারায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধু উল্লেখ করা যেতে পারে। ২০০৩ সাল থেকে শুরু, তবে কী বছর বছর কলেজটি নতুন ফলাফল পরিসংখ্যান আমরা যোগ করতে থাকবো? অাশা করছি এ বিষয়ে কেউই একমত হবেন না, তাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটি প্যারাগ্রাফ হিসেবে যোগ করাই কার্যকর। এই পরিসংখ্যান কলেজের সাইট হোস্ট করতে পারে, বিশ্বকোষ নয়। অপরদিকে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোন কোন শ্রেণী/বিষয় পড়ানোর অফার বা সুযোগ দেয় তা গুরুত্বপূর্ণ কিন্তু কোন শ্রেণীতে কি কি পাঠ্যবিষয় অন্তর্ভুক্ত তাও কিন্তু ট্রিভিয়া। — তানভির • আলাপ • ০৬:১৩, ২১ মার্চ ২০১১ (ইউটিসি)
কলেজ ভবনের ছবি
সম্পাদনাকলেজ ভবনের একটি ছবি প্রয়োজন। ছবিটি সাম্প্রতিক সময়ের হলে ভালো হয়। তবে কিছু দিন আগের তোলা হলেও চলবে। --নাসির খান সৈকত (আলাপ|অবদান) ১২:৩৫, ২২ মার্চ ২০১১ (ইউটিসি)