আলাপ:রবীন্দ্রসঙ্গীত
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ৬ বছর পূর্বে "রবি ঠাকুরের শেষ গান" অনুচ্ছেদে
এই পাতাটি রবীন্দ্রসঙ্গীত নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
রবি ঠাকুরের শেষ গান
সম্পাদনানিবন্ধে লেখা হয়েছে: “তাঁর লেখা শেষ গানটি হল ‘হে নূতন দেখা দিক আর বার’। ১৯৪১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁর শেষ জন্মদিনে এটি পরিবেশিত হয়েছিল।” -- আমার ধারণা এই তথ্য সর্বাংশে সঠিক নয়। কারণ ২৫ শে বৈশাখ থেকে ২২ শে শ্রাবণ পর্যন্ত তিনি আর কোন গান রচনা করেন নি এরকমটি হওয়ার কথা নয়। আমি শুনেছি: ঐ মহামানব আসে ঠাকুর-বিরচিত শেষ সঙ্গীত। বাংলাভাষার উইকিপিডিয়ানদের মধ্যে কোন সংগীতজ্ঞ কি নেই যিনি সন্দেহভঞ্জন করবেন? -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:১৭, ১৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- Faizul Latif Chowdhury শ্রদ্ধেয় ফয়জুল সাহেব, ১৯৪১ সালের ২৫শে বৈশাখ থেকে ২২শে শ্রাবণের মধ্যে রবীন্দ্রনাথ আর কোনও গান রচনা করেননি। "ওই মহামানব আসে"ই রবীন্দ্রনাথের রচিত শেষ গান। এই গানটি কবি ওই বছর পয়লা বৈশাখের কিছু পূর্বে রচনা করেন (উল্লেখ্য, ২৫শে বৈশাখ গ্রীষ্মাবকাশের মধ্যে পড়ত বলে ওই সময় শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মজয়ন্তী পয়লা বৈশাখে পালিত হত)। "হে নূতন" গানটিতেও কবি সেই সময় সুরারোপ করেছিলেন। তবে এই গানটির কথা কবি সেই সময় রচনা করেননি। তিনি তাঁর পূর্বরচিত একটি কবিতায় সুরারোপ করে এই গানটি সৃজন করেন। এই তথ্যগুলি তথ্যসূত্র সহ আমি এই নিবন্ধে অন্তর্ভুক্ত করতে চলেছি। এর জন্য আমাকে একাধিক বইপত্র ঘাঁটতে হচ্ছে বলে এই খেলাঘর পৃষ্ঠাটি প্রণয়ন করলাম। এই পৃষ্ঠাটি অনুসরণ করলে শীঘ্রই তথ্যসূত্র সহ এই সকল তথ্য বিস্তারিত আকারে পাবেন। নমস্কারান্তে অর্ণব দত্ত (আলাপ) ২১:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)