আলাপ:যন্ত্র প্রকৌশল

সাম্প্রতিক মন্তব্য: মনিরুজ্জামান কর্তৃক ১৩ বছর পূর্বে "কাজ চলছে" অনুচ্ছেদে

কাজ চলছে সম্পাদনা

বিজ্ঞান বিষয়ে লিখতে গেলে যে সমস্যা গুলো হচ্ছে তা হল কিছু কিছু ইংরেজী শব্দের প্রকৃত বাংলা পাওয়া যাচ্ছে না...অথবা যে শব্দ গুলো আসছে তা মনের মত হচ্ছে না। আবার দেখছি যে পাতা তৈরী হচ্ছে তা প্রায় সবই নতুন। সবই লাল হয়ে আছে। যন্ত্র প্রকৌশলীদের প্রতি আকুল আবেদন অন্তত যন্ত্র প্রকৌশল এই পাতাটা Complete করা উচিত।বাকি অভ্যন্তরীন বিষয় গুলো না হয় থাকল। আমি এই পাতা নিয়ে একটু একটু করে কাজ করছি। কেউ যদি সাহায্য করেন তাহলে ভাল হয়। বানান ঠিক, সঠিক শব্দ সংযোজন, লিংক অথবা রেফারেন্স যোগ এগুলো। আর অনুবাদের কাজটি আমার নিজেরই করার ইচ্ছা আছে। --মনিরুজ্জামান (আলাপ) ১২:০৯, ১৫ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, মনির। কাজ ভালোই আগাচ্ছে। যেসব শব্দের প্রকৃত বাংলা পাওয়া যাচ্ছেনা বা যুতমতো হচ্ছেনা, সেগুলোর ইংরেজি নামটাই বাংলাতে ব্যবহার করা যেতে পারে। আর প্রথমবার ব্যবহারের সময়ে পাশে ব্র্যাকেটে ইংরেজি নামটি দিয়ে দেয়া যায়। --রাগিব (আলাপ | অবদান) ১৪:০৭, ১৫ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আপনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি মনিরুজ্জামান ভাই। আপনার সমস্যাটায় আমি প্রায়ই পড়ি, ইংরেজি টার্মের যুৎসই পরিভাষা পাওয়া একটু মুশকিলই হয়ে পড়ে। তো আপনি রাগিব ভাইয়ের পরামর্শ মেনে কাজ করে যেতে পারেন। আপনি আপাতত স্পার গিয়ার, ক্যাম শ্যাফট, ফলোয়ার, গ্যাস টার্বাইন - অবাধে লিখতে থাকুন। আমাদের যন্ত্রকৌশল পরিভাষা নিয়ে কোন পাতা এখনো নাই। তবে ব্যাপার যেটা হল যদি অপ্রচলিত পরিভাষা হয় তা মানুষের কাছে পৌঁছে না, ফলে ইংরেজি শব্দই হয়তো শেষ পর্যন্ত আত্মীকরণ করতে হয়। দেখি খুঁজেপেতে একটা রেফারেন্স বইটই যদি পাই তবে একটা উইকিপিডিয়া:যন্ত্রকৌশল পরিভাষা পাতা তৈরি করার চেষ্টা করবো, যাতে অন্তত প্রচলিত শব্দগুলো থাকবে। আপনি একবার একটা খসড়া লিখে ফেলুন, তারপর না হয় ছোটখাটা ব্যাপারগুলো ঠিক করে ফেলা যাবে।--ফয়সল (আলাপ | অবদান) ০৪:৩৭, ১৬ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ফয়সাল ভাই...আপনারা সাথে থাকলে কোন ব্যপারই না...--মনিরুজ্জামান (আলাপ) ০৫:২০, ১৬ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

"যন্ত্র প্রকৌশল" পাতায় ফেরত যান।