আলাপ:মোহাম্মদ রফি

সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১২ বছর পূর্বে "নিবন্ধের ছবি সংযোজন" অনুচ্ছেদে

নিবন্ধের ছবি সংযোজন সম্পাদনা

নাতিদীর্ঘ নিবন্ধটিতে ছবি সংযোজন করা প্রয়োজন। আগ্রহী হিসেবে যে-কেউই নিবন্ধটির সৌন্দর্য্য বর্ধনে এগিয়ে আসতে পারেন। Subrata Roy (আলাপ) ১৮:২৭, ৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সৃষ্ট নিবন্ধটিতে ছবি সংযোজনার মাধ্যমে প্রাণসঞ্চার করায় আন্তরিক অভিনন্দন জানাই - নাসির খান সৈকতকে। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:০৪, ৮ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রশ্ন সম্পাদনা

এক জায়গায় লেখা, "পরবর্তীতে তিনি (আবদুল হামিদ) রফি'র শ্যালক হয়েছিলেন।"

আরেক জায়গায় লেখা আছে রফি ও হামিদ দুই বোনকে বিয়ে করেন।


স্ত্রীর বোনের স্বামীকে ভায়রা ভাই বলা হয়, শ্যালক নয়। ভায়রা ভাইয়ের সার্বজনীন বাংলা কী, আমার জানা নাই। কিন্তু শ্যালক হলো স্ত্রীর ভাই। হামিদ তো রফির শ্যালক নন। এই অংশ দুটিতে সামঞ্জস্য আনার অনুরোধ জানাই।


বাকি কাজ ভালো হচ্ছে। কিছু অংশে বিশেষণ কমিয়ে নিরপেক্ষ্ভাবে লিখতে হবে, তাছাড়া ঠিক আছে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫৬, ১০ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"মোহাম্মদ রফি" পাতায় ফেরত যান।