আলাপ:মোহাম্মদ নঈমুদ্দীন

সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ৩ বছর পূর্বে "নভেম্বর ২০২০" অনুচ্ছেদে

নভেম্বর ২০২০ সম্পাদনা

@Safi Mahfouz: দুইটা নিবন্ধ যখন একই ব্যক্তির নামে হয়, তাতে একত্রিকরণ ট্যাগ লাগানোর কোনো দরকার নাই। এমনিতেই দুইটা মিলিয়ে একটার সাথে আরেকটা পুনর্নির্দেশ করে দিতে পারেন। এই ট্যাগটা তখনই প্রয়োজন হয়, যখন এক বিষয়ের সাথে আরেক বিষয় আংশিক মিল থাকে। যেমনঃ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা)। দ্বিতীয়টার ব্যাপারে এই প্রস্তাব দেওয়া যেতে পারে যে, তালিকাটি কি আলাদাভাবে থাকবে নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবন্ধনের সাথে থাকবে? ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১২:০৩, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni: ধন্যবাদ। আশ্চর্যের বিষয়: একটা তৈরি হয়েছে ২০১৬ সালে, আরেকটি ২০১৮তে। এত দিন কারো নজরে পড়লনা!!? সাফী মাহফূজ (বলুন) ১২:৩৮, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz: ইংরেজি উইকিতে যতজন প্রশাসক আছে, বাংলাতে ততজন ব্যবহারকারীও নেই। তাই আমার কাছে কারো নজরে পড়াটাই আশ্চর্য মনে হয়! - ওয়াইস আলাপ ১৩:০৩, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"মোহাম্মদ নঈমুদ্দীন" পাতায় ফেরত যান।