আলাপ:মুহম্মদ কুদরাত-এ-খুদা

ড. খুদার জন্মসাল, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং অবসর সংক্রান্ত বিতর্ক সম্পাদনা

  1. জন্মসালঃ প্রখ্যাত বিজ্ঞান লেখক ও বাংলা একাডেমীর সাবেক উপপরিচালক তপন চক্রবর্তীর উপমহাদেশের দুই অমর বিজ্ঞানী বইতে ড. খুদার জন্মসাল বাংলায় উল্লেখ করা হয়েছে, ১৩০৭ সালের ২৬ বৈশাখ।[১] বাংলা সাল থেকে ইংরেজি সালে রুপান্তরের গাণিতিক হিসেবে[২] এটি হওয়া উচিত ছিল ১৯০০ সালের ৯ মে। যা বিজ্ঞানচিন্তা নামক অক্টোবর ২০১৮ এর সাময়িকীতে প্রদীপ দেব উল্লেখ করেছেন[৩] । কিন্তু একই বইতে ইংরেজি জন্মসাল দেওয়া আছে ১৯০০ সালের ১ ডিসেম্বর। বাংলাদেশের বেশ কয়েকটি মিডিয়ায় ১ ডিসেম্বরেই খুদা জন্মগ্রহণ করেছেন বলে দাবী করা হয়েছে।[৪][৫]
  2. প্রাথমিক শিক্ষা: নিয়ন আলোয়[৬] এবং বণিক বার্তায়[৫] বলা হয়েছে প্রাথমিক শিক্ষা মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষকের প্রহার দেখে খুদা মাদ্রাসা বিমুখ হন, কিন্তু তপন চক্রবর্তীর বই অনুসারে খুদা তার কলকাতা বাসী মামাকে পড়া দেওয়ার সুবাদে স্কুলে ভর্তি হন। তপন চক্রবর্তী রেফারেন্স হিসেবে তৎকালীন আজাদী পত্রিকার খুদার সাক্ষাৎকার কে রেফার করেছেন।[৭] তাই প্রাথমিকভাবে এটাকেই যৌক্তিক ধরা হয়েছে।
  3. অবসর: বেশ কয়েকটি মিডিয়ায় তার অবসর সাল নিয়েও যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সাথে বইটির তথ্যের বিভ্রান্তি রয়েছে। বইটিতে সুনির্দিষ্টভাবে কখন কোথায় কেন তিনি অবসর নিলেন তার পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বর্ণনা আছে। তাই এই তথ্যকেই গ্রহণযোগ্য আদর্শ ধরা হয়েছে।[৮]

প্রলয় (আলাপ) ১৩:২১, ২০ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ড. খুদা (১)"Tinypic। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  2. "বাংলা তারিখ থেকে ইংরেজী তারিখ কিভাবে বের করবো? বাংলা ২৫ জৈষ্ঠ ১৪০৪, ইংরেজী তারিখ কত হবে? কেউ জানলে দয়া করে সঠিক উত্তর জানান।? - Bissoy Answers"Bissoy Answers। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  3. প্রদীপ, দেব (১৫ অক্টোবর ২০১৮)। "কুদরত এ খুদা, দেশজ গবেষণার পথিকৃৎ"। বিজ্ঞান চিন্তা। প্রথম আলো। 
  4. "শিক্ষা ও গবেষণায়"। আজাদী। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "বিজ্ঞানী কুদরত-এ-খুদা"বণিক বার্তা :: Bonikbarta.net | A Business News and Entertainment Daily from Bangladesh. 
  6. "ডঃ কুদরত ই খুদা ও তার জীবন"www.neonaloy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৮ 
  7. "D. Khuda (2)"tinypic। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  8. "ড. খুদা (3)"Tinypic। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
"মুহম্মদ কুদরাত-এ-খুদা" পাতায় ফেরত যান।