আলাপ:মীর জাফর আলী খান

সাম্প্রতিক মন্তব্য: Foysalur Rahman Shuvo কর্তৃক ৩ বছর পূর্বে "পরিষ্করণ ট্যাগ যোগ করা প্রসঙ্গ" অনুচ্ছেদে

বাংলাদেশি সম্পাদনা

বাঙ্গালী হিসাবে জানা দরকার Md.Sohanur Rahaman (আলাপ) ০৩:৫৭, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ সম্পাদনা

Ferdous, যদি সম্ভব হয় তবে এই পাতাটি delete করুন। কারণ মীর জাফরের সম্পর্কে পৃথক একটি পাতা রয়েছে, মীর জাফর আলী খান। কাজেই এই পাতাটি অপ্রয়োজনীয়

পরিষ্করণ ট্যাগ যোগ করা প্রসঙ্গ সম্পাদনা

এখানে উক্ত ব্যক্তির জন্ম নিয়ে যে তথ্য দেওয়া আছে, অর্থাৎ উক্ত ব্যক্তি কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন, এর কোনো ভিত্তি নেই। তাছাড়াও ইংরেজি উইকিতেও অর্থাৎ যেখান থেকে নিবন্ধকার অনুবাদ করে থাকতে পারেন, ঐখানেও বর্তমানে এর কোনো উল্লেখ নেই। তাছাড়াও তথ্যছকে জন্মস্থান শুধু বাংলা লেখা রয়েছে, যেখানে আমি তথ্যসূত্র প্রয়োজন ট্যাগ যোগ করার পাশাপাশি তথ্যটি অপসারণ করার লক্ষে উক্ত নিবন্ধের আলাপ পাতায় Birthplace Controversy নামে আলাপ শুরু করেছে। চাইলে ঐখানে বার্তা রাখতে পারেন। আপনি যদি উক্ত তথ্য মুছে দেন, তাহলে আমি পরিষ্করণ ট্যাগ সরিয়ে ফেলব, ততক্ষণ পর্যন্ত দয়া করে ট্যাগটি মুছবেন না। এফ আর শুভ (আলাপ) ১৬:৫০, ৮ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"মীর জাফর আলী খান" পাতায় ফেরত যান।