আলাপ:মীরা দেববর্মণ

সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৬ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা??" অনুচ্ছেদে

ইনি কেনো বিখ্যাত, তা জানতে চাই। --রাগিব (আলাপ | অবদান) ১৩:৫৯, ৭ নভেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা?? সম্পাদনা

নিবন্ধের বিষয় মীরা দেব বর্মনের নিবন্ধ কেন উইকিপিডিয়াতে রাখা উচিত? শচীন দেব বর্মনের স্ত্রী পরিচয় ছাড়া ওনার অন্য কোন পরিচয় আছে কি? মানে উনি বিশ্বকোষে উল্লেখ্য করার মত কোন ব্যক্তি কি? না হলে উল্লেখযোগ্যতার অভাবে নিবন্ধটি মুছে ফেলা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৬, ২০ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

নিরীক্ষা সম্পাদনা

[১]

  • ত্রিপুরা সরকারের বিশেষ সম্মাননা।
  • স্বামী সন্তানের মৃত্যুর পর লোকচক্ষুর আড়ালে বসবাস।
  • শচীন দেব বর্মনের চলচ্চিত্রের বাইরে গাওয়া ২৬ টি গানের শুধু একটিতে শচীন দেব বর্মন নিজে কন্ঠ দেননি তাতে কন্ঠ দিয়েছেন মীরা দেব বর্মন।[২]
  • নিজেরই সঙ্গীতশিল্পী হিসেবে খ্যাতি ছিল।
  • স্বামীর সাথে নিজেই সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন।[৩]

--হাসান জামিল

ত্তথ্যসুত্র একটি সম্পাদনা

০০:১৫, ১২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

"মীরা দেববর্মণ" পাতায় ফেরত যান।