আলাপ:মার্ক টোয়েইন

সাম্প্রতিক মন্তব্য: Mak কর্তৃক ১৭ বছর পূর্বে "Untitled" অনুচ্ছেদে

Untitled সম্পাদনা

মার্ক টোয়েইন ছদ্মনামেই বেশি পরিচিত। কাজেই স্যামুয়েল ল্যাংগহর্ন তাঁর নাম হলেও নিবন্ধের নাম মার্ক টোয়েইন থাকা উচিত। ইংরেজি উইকিপিডিয়া সহ অন্য সর্বত্র মার্ক টোয়েইনই মূল নিবন্ধের নাম হিসাবে ব্যবহৃত হয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ১৫:২৮, ৫ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন


ছদ্মনাম বেশি পরিচিত ঠিক আছে। কিন্তু জীবনী পাতার শিরনাম হিসেবে তার আসল নামটি ব্যবহার করাটাই কি যুক্তিযুক্ত নয়?--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৩, ৫ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

কারো ছদ্ম নাম যদি আসল নামকে ছাপিয়ে যায়, তাহলে ছদ্ম নামই তাঁর মূল পরিচয় হয়ে দাঁড়ায়। জহির রায়হান এর নাম মুহাম্মদ জহিরুল্লাহ। এই নামে তাঁকে কেউ চিনেন কী? একই ভাবে দিলীপ কুমার এর আসল নাম ইউসুফ খান। এই নামে তাঁকে কেউ চিনেন না, এবং জীবনী নিবন্ধগুলাতেও এই নাম ব্যবহৃত হয় না (ইংরেজি ও অন্যান্য ভাষার উইকিপিডিয়া দেখুন)। তাই মার্ক টোয়েইন ব্যবহার যুক্তিযুক্ত বলে আমি মনে করি। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৩৮, ৫ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
আমি, উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ অনুসরণ করে নিবন্ধটি শুরু করেছিলাম। সেখানে শিরোনামগুলো ইংরেজী থেকে বঙ্গানুবাদ করা হয়েছে। তখন হয়তো আলাদাভাবে, প্রত্যেকটি নিবন্ধের শিরোনামের যথার্থতা পরীক্ষা করা হয়নি। যদি অভিজ্ঞ কেউ সেগুলো পরীক্ষা করেন, তাহলে খুবই ভাল হবে। --mak ১৬:১১, ৫ জুলাই ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
"মার্ক টোয়েইন" পাতায় ফেরত যান।