ষাইটমারা

সম্পাদনা

এটি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ০১নং -ওয়ার্ডের ০১নং-ব্লক। এই গ্রামটি ইউনিয়নের একটি শান্তি প্রিয় গ্রাম হিসেবে পুরো মহেশখালীতে সুপরিচিত। এ গ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন:-

১/ সরকারী প্রাথমিক বিদ্যালয়-১টি। ২/ মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা-১টি। (এর প্রতিষ্ঠাতা: মাঃ মুহাম্মদ এনামুল হক। তিনি উক্ত গ্রামের একজন স্বনামধন্য ও সম্মানিত গুণী ব্যক্তি।) ৩/ নূরানী মাদ্রাসা-১টি। এটি মূলত ষাইটমারা আধুনিক ইসলামী কিন্ডারগার্টেন নামে পরিচিত। ৪/ রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল-১টি।

এছাড়া ৪টি জুমা মসজিদ রয়েছে এ গ্রামে। দিন দিন এ গ্রামের ছেলে-মেয়েরা অভিভাবকগণের আন্তরিকতায় শিক্ষার প্রতি ধাবিত হচ্ছে। ইতোমধ্যে উক্ত গ্রামের একাধিক ছেলে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবন শেষ করে জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে সক্ষম হয়েছেন।

"মহেশখালী" পাতায় ফেরত যান।