আলাপ:মনোহরা/ভালো নিবন্ধ ১
ভালো নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাসরঞ্জামবাক্স |
---|
নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন
পর্যালোচক: Foysalur Rahman Shuvo (আলাপ · অবদান) ০৮:৫৫, ১০ মে ২০২০ (ইউটিসি)
অতি প্রয়োজনীয়
সম্পাদনাপ্রিয় BengaliHindu আপনার নিবন্ধটির নিম্নোক্ত ত্রুটিগুলি শোধরানো প্রয়োজন:
- বিজ্ঞাপনসূচক:
আপনার নিবন্ধের অনেকাংশেই অতিরঞ্জিত শব্দের ব্যবহার লক্ষণিয়। যা নিবন্ধটিকে একটি বিজ্ঞাপনে রুপান্তরিত করেছে।
- তথ্যসূত্রের অভাব:
আপনি নিবন্ধে বিভিন্ন জ্ঞানী ব্যক্তির নাম উল্লেখ করেছেন, কিন্তু তাতে উইকিনীতি সংশোধন ২০১৯ অনুসারে তথ্যসূত্র প্রয়োগ করেননি। যদিওবা করেছেন কিন্তু সেগুলি আমার কাছে যথাযথ বলে মনে হয়নি।
- বিশেষত ছোট নিবন্ধ:
ইচ্ছে করলে আপনি নিবন্ধটিকে আরো সম্প্রসারিত করতে পারেন বলে আমার মনে হয়। আরো কিছু তথ্য এবং অনুচ্ছেদ নিবন্ধটিকে ভালো নিবন্ধের পথে এগিয়ে রাখতে পারতো।
- আরো তথ্যচিত্র প্রয়োজন:
খাদ্য নিবন্ধ হিসেবে পুরো নিবন্ধে একটি চিত্র বেমানান।এফ আর শুভ (আলাপ) ০৯:২৭, ১০ মে ২০২০ (ইউটিসি)