আলাপ:বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ১০ বছর পূর্বে "নিবন্ধের যৌক্তিকতা?" অনুচ্ছেদে

নিবন্ধের যৌক্তিকতা? সম্পাদনা

যদিও ইংরেজী উইকিতে এই নিবন্ধ রাখা হয়েছে, তবুও আমার মনে হয়, এই নিবন্ধের যৌক্তিকতা নাই। যে বৌদ্ধধর্ম প্রায় সাড়ে চার হাজার বছর ধরে চলে আসছে, সেই ধর্মের ব্যক্তিদের একটা নিবন্ধে কিভাবে তালিকাভুক্ত করা যাবে? উদহারণ স্বরূপ বলতে গেলে শুধুমাত্র তিব্বতী বৌদ্ধধর্মেই হাজার খানেকের ওপর বিশিষ্ট বৌদ্ধ রয়েছেন। বৌদ্ধধর্মে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সম্প্রদায় গড়ে উঠেছে, ভিয়েতনামে একরকম , ভারতে একরকম, চীনে একরকম, তিব্বতে একরকম, আর প্রতিটি সম্পদায়ে প্রচুর বিশিষ্ট বৌদ্ধ রয়েছেন। তাঁদের সকলকে একটি নিবন্ধে কি ভাবে আনা যাবে? ইংরেজি উইকিতেও আনতে পারেনি। কয়েকটা মাত্র নাম দিয়েছে। এতো নাম রয়েছে যে সব নাম দেওয়া সম্ভবই নয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:০০, ১৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ" পাতায় ফেরত যান।