আলাপ:বীর প্রতীক

সাম্প্রতিক মন্তব্য: 59.153.19.149 কর্তৃক ১০ মাস আগে "আউব্দুল মান্নান" অনুচ্ছেদে

এই পৃষ্ঠার মুক্তিযোদ্ধাদের তালিকাটি দু'টি সূত্র হতে সংগৃহীত হয়েছে। তবে বেশ কিছু নামের ক্ষেত্রে দুই জায়গায় ভিন্ন ভিন্ন বানান থাকায় নামের তালিকা শুধু একটি সূত্র ('জোছনা ও জননীর গল্প'-র পরিশিষ্ট লেখকঃ হুমায়ূন আহমেদ) অনুসরন করে তৈরি করা হয়েছে। কারো কাছে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থাকলে অনুগ্রহ করে নামের বানানগুলো যাচাই করে নিবেন। ধন্যবাদ। রাজিবুল ০৭:৫৮, ১২ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

তারামন বিবি সম্পাদনা

ভুক্তি #৩৯৪ পরির্বতন করা হলো (তারামন বেগম -> তারামন বিবি)। ‍‍‍‍

বাওয়ানী (আলাপ) ১৬:৪৭, ২৪ মার্চ ২০১১ (ইউটিসি)উত্তর দিন

মুক্তিযোদ্ধাদের নাম সংশোধন সম্পাদনা

আমি ১১ মার্চ, ২০০৪ তারিখে প্রাকাশিত বাংলাদেশ গেজেট,অতিরিক্ত, পৃ:১০৮০-১১১২ এর উপর ভিত্তি করে তালিকা আপডেট করা শুরু করেছি। বেশ কিছু নাম ভুল ভাবে লেখা আছে। গেজেটে মুক্তিযোদ্ধারের নামের সাথে তাদের পদবী উল্লেখ করা আছে। বর্তমান তালিকার পদবীর সাথে গেজেটের তালিকার পার্থক্য অনেক। তাই আমি ঠিক নিশ্চিত নই এই তালিকা মুক্তিযুদ্ধের সময় কালের পদবী নাকি পরবর্তীতে পরিবর্তনের পর পদবী। তবে এই বিষয়তেও কিছুটা অনিশ্চয়তা আছে কারণ শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এর পদবী ভুল দেয়া ছিল এই তালিকাতে(আমি ১-৫০ পর্যন্ত পরীক্ষা করেছি)। এক্ষেত্রে কোন পদবীটি ব্যবহার করা উচিত হবে?

নামের লিন্ক সম্পাদনা

অনেক মুক্তিযোদ্ধার নামে ক্লিক করলে অন্য ব্যক্তির পাতা খোলে কেন? যেমন, বীর প্রতীক পাতায় ২১৮ নজরুল ইসলাম ক্লিক করলে কবি কাজী নজরুল ইসলাম পাতা খোলে। ৩০১ মতিউর রহমান ক্লিক করলে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান খোলে। এই ঘটনা সঠিক তথ্য অনুসন্ধানে বাধা বলে মনে হয়। Maruf1029 (আলাপ) ১৩:৩৮, ৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আউব্দুল মান্নান সম্পাদনা

59.153.19.149 (আলাপ) ১২:৫১, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"বীর প্রতীক" পাতায় ফেরত যান।