আলাপ:বিগ বেন

সাম্প্রতিক মন্তব্য: Subrata Roy কর্তৃক ১১ বছর পূর্বে "বিগ ব্যান নাকি বিগ বেন?" অনুচ্ছেদে

বিগ ব্যান নাকি বিগ বেন? সম্পাদনা

ঘণ্টাটার নাম বিগ ব্যান হবে না বিগ বেন হবে? বেঞ্জামিনের সংক্ষেপ বেন হয় বলে জানি। আমাদের দেশি পত্র-পত্রিকায় বিগ বেনের উল্লেখ আছে, বিগ ব্যান হিসেবে নেই। ধন্যবাদ।----Khaled0147 (আলাপ) ১৭:৩৭, ১২ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ক্ষমা চাই, পুরোটা পড়িনি। পরে বিগ বেন নিয়ে ব্যাখ্যা দেখলাম। তবে দুই ক্ষেত্রেই উচ্চারণ বেনই হওয়ার কথা।--Khaled0147 (আলাপ) ১৭:৪৫, ১২ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উভয়ই প্রচলিত ও পরিচিত, তবে জনপ্রিয়তার পাল্লাটি কিন্তু বেনের দিকে! আবশ্যকীয় নিবন্ধ হিসেবে বিগ ব্যাং-এর সাথে পাল্লা দিতে গিয়ে বিগ ব্যান করে ফেলেছি বোধহয়। ধন্যবাদ আপনাকে, নিবন্ধে দৃষ্টিগোচর করায়! সুতরাং, পৃষ্ঠা স্থানান্তর করছি এখন-ই। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:২৫, ১২ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন
"বিগ বেন" পাতায় ফেরত যান।