আলাপ:বিক্ষিপ্ত উদ্বাসন

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৩ বছর পূর্বে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ সম্পাদনা

Diaspora-র মূল অর্থ হল কোনও জাতি বা জনগোষ্ঠী যদি নিজ বাসভূমি থেকে ইচ্ছার বিরুদ্ধে উৎখাত হয় অর্থাৎ উদ্বাস্তুতে পরিণত হয় এবং তারপর বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেই ব্যাপারটি। অর্থাৎ মোটা দাগে diaspora = (স্বদেশভূমি থেকে) উদ্বাসন + বিক্ষেপ। তাই "বিক্ষিপ্ত উদ্বাসন" আপাতত সঠিক পরিভাষা হিসেবে বিবেচনা করে স্থানান্তর করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০২:৫২, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"বিক্ষিপ্ত উদ্বাসন" পাতায় ফেরত যান।