আলাপ:বিউটি বোর্ডিং

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৯ বছর পূর্বে

এটা কি উল্লেখযোগ্য? আড্ডাখানা ছাড়া আর কোন কৃতিত্ব আছে এটির? কারা আড্ডা দিতেন এখানে? অন্য কোন বড় নিবন্ধের সাথে যুক্ত করা যায়? যেমন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক কোন নিবন্ধের অনুচ্ছেদ হিসেবে?--অর্ণব (আলাপ | অবদান) ০৮:২০, ১৬ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

আসলে শুধু আড্ডাখানা হলেও এর যা গুরুত্ব তা আমার মনে হয় তা বাংলা সংস্কৃতির সাথে জড়িত যে কোন ব্যক্তি স্বীকার করবে। ঐতিহাসিক আড্ডার স্থান হিসেবে আমার মনে হয় ঢাকার ঐতিহাসিক স্থানের মর্যাদা এর পাওয়ার উচিত। সংস্কৃতি ছাড়াও এখানে অন্যান্য কার্যক্রমও হত তাই আমার মনে হয় না এটি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নিবন্ধের অনুচ্ছেদ হিসেবে দেওয়া উচিত নয়। আমি চেষ্টা করছি নিবন্ধটি আস্তে আস্তে লেখার এবং চেষ্টা করবো ছবিও যোগ করার।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৮, ১৬ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
অর্ণব বাবুর প্রশ্নটি হয়তো সহসা বাতিল করে দেয়া যাবে না। কিন্তু ভারত বিভাগোত্তর পূর্ব পাকিস্তানের (পূর্ব বাংলার) সাহিত্যধারার ইতিহাস লিখতে গেলে বিউটি বোর্ডিং-এর আড্ডার কথা আসবে। একই ভাবে কলকাতার কফি হাউজের কথা আসবে। বাংলাদেশের প্রকাশনার ইতিহাস লিখতে গেলে ঢাকার বাংলা বাজার এবং পশ্চিমবঙ্গের কলেজ স্ট্রীটের কথা আসবে। একইভাবে ২০১৩-এর ইতিহাস লিখতে গেলে স্বল্পস্থায়ী শাহবাগ উন্মাদনার কথা আসবে। বিউটি বোর্ডিং উল্লেখযোগ্য। বহু আত্মজীবনী, সাক্ষাৎকার, গল্প, কবিতায় এর উল্লেখ আছে। আজকে যদি আমরা একে ইতিহাস থেকে বাদ দেই তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে অহৈতুক পরিশ্রম করতে হবে। নয় কি? বেলায়েতের সঙ্গে একমত। অতএব Notability ফলক অপসারণ করে দেয়া হলো। পুরোন ঢাকার বাংলা বাজার নিবন্ধটি কে শুরু করবেন? — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:২৮, ২৯ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"বিউটি বোর্ডিং" পাতায় ফেরত যান।