আলাপ:বারাক ওবামা

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ২ বছর পূর্বে "অসম্পূর্ণ অনুবাদ" অনুচ্ছেদে

অসম্পূর্ণ অনুবাদ সম্পাদনা

@রামিশা তাবাস্সুম: সুধী, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। প্রতিযোগিতার শর্তানুযায়ী আপনাকে সম্পূর্ণ নিবন্ধ অনুবাদ করতে হবে, দেখতে পাচ্ছি নিবন্ধটির অনুবাদ সম্পন্ন হয়নি। একারণে নিবন্ধ টি গ্ৰহণ করতে পারছি না বলে দুঃখিত। চাইলে আপনি শ্রীঘ্রই নিবন্ধ টির অনুবাদ সম্পন্ন করে আমাকে জানাতে পারেন, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:৩৩, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@শাকিল হোসেন: জি, অবশ্যই। -- রামিশা তাবাস্সুম (আলাপ) ০৫:১৫, ১৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@শাকিল হোসেন: করেছি। একটু দেখবেন?রামিশা তাবাস্সুম (আলাপ) ১৬:১৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@রামিশা তাবাস্সুম: সংশোধনের জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, নিবন্ধে দুটি তথ্যসূত্রের মধ্যে কোন স্পেস হবে না বা দাড়ির/কমার পর রেফারেন্স ট্যাগের পূর্বেও স্পেস হবে না এই সমস্যাগুলো সমাধান করুন। তাছাড়া ইংরেজি নিবন্ধে ৫৬৮ টা তথ্যসূত্র বাংলাতে মাত্র ২০০+ অর্থাৎ হয় আপনি সম্পূর্ণ অনুবাদ করেননি বা তথ্যসূত্র যোগ করেননি এটাও আপনি সম্পূর্ণ করুন। আর আমাকে পিং করতে চাইলে {{পিং|MdsShakil}} লিখতে হবে, কারণ এইটাই আমার ব্যবহারকারী নাম। —শাকিল হোসেন আলাপ ০৪:১৮, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: জি দেখব। ইংরেজি নিবন্ধে ৫৬৮ টা তথ্যসূত্র বাংলাতে মাত্র ২০০ কারণ নিবন্ধটি লক করা থাকায় তথ্যসূত্র আর লেখা আলাদা করতে পারিনি। আরও যোগ করবো।— রামিশা তাবাস্সুম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@রামিশা তাবাস্সুম: একটু দ্রুত করতে হবে কারণ প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করাটা সমস্যা হতে পারে, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৯:৪৩, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: আমি করেছি। কিন্তু উদ্ধৃতি ত্রুটি থেকেই যাচ্ছে। কী করা যায় এই ব্যাপারে?— রামিশা তাবাস্সুম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@রামিশা তাবাস্সুম: কিছু ঠিক করেছি আমি, কিন্তু সমস্যা টা হচ্ছে ইংরেজির ৫৬৮ টা সূত্রের লেখাই নিবন্ধের তথ্যসূত্র অনুচ্ছেদে যুক্ত রয়েছে কিন্তু নিবন্ধে এগুলো ব্যবহৃত হয়নি তাই উদ্ধৃতি ত্রুটি দেখাচ্ছে। আপনি একটু খুঁজে দেখতে পারেন কোথায় তথ্যসূত্র মিসিং। আর আপনি বোধহয় সাক্ষর (~~~~ যোগ করতে ভুলে যাচ্ছেন —শাকিল হোসেন আলাপ ১৭:৩৬, ১৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"বারাক ওবামা" পাতায় ফেরত যান।