আলাপ:বাঙালি বিজ্ঞানীদের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১ বছর পূর্বে "বিভিন্ন প্রসঙ্গ" অনুচ্ছেদে

আবুল কাসেম বাঙালি বিজ্ঞানী? সম্পাদনা

আবুল কাসেম কি বাঙালি বিজ্ঞানী?জয়ন্ত নাথ ১০:৫৮, ১৭ জুন ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

এই নামে কোন বিজ্ঞানী পেলাম না। বাংলাপিডিয়াতেও নেই। আরেকটু খুঁজে দেখি। না পেলে উঠিয়ে দেব। -- মুহাম্মদ ১১:৫৮, ১৭ জুন ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

তালিকা সম্পাদনা

গিরিশচন্দ্র বসু ছিলেন একজন পুলিশ অফিসার এবং অবসর গ্রহণের পর তিনি একজন লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। এই নামে কোন বিজ্ঞানী ছিলেন না। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞানী ছিলেন বলে কোথাও কোন উল্লেখ নেই। আয়ুর্বেদশাস্ত্রীকে কি বিজ্ঞানী হিসাবে ধরা যায় (চক্রপাণি দত্ত)? নগেন্দ্রনাথ বসু, আমার জানামতে বাংলা বিশ্বকোষের সংকলক ছিলেন। নলিনিকান্ত ভট্টশালি একজন ভারততত্ববিদ ছিলেন। আপাততঃ এটুকুই দেখলাম। মনে হয় যে এই নামগুলো তালিকাথেকে সরিয়ে দেওয়াই ভালো। শোভন ১৭:৫১, ২৮ জুন ২০০৮ (ইউটিসি)উত্তর দিন


নামের তালিকাটি খুবই আপত্তিকর। এখানে বিজ্ঞানী হিসেবে সম্পূর্ণ অপরিচিত নাম রয়েছে, অথচ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত এ, এম, হারুন-আর-রশীদ বা জামাল নজরুল ইস্লামের মত নাম নেই।

বিভিন্ন প্রসঙ্গ সম্পাদনা

১) লাল সংযোগযুক্ত নামগুলি আপাতত উঠিয়ে দিতে হবে

২) ইতিমধ্যে যুক্ত নীল সংযোগের নামগুলি আবার যাচাই করতে হবে।

৩) নিবন্ধের ভেতরে নামের পাশে অতিরিক্ত অনুচ্ছেদ জাতীয় বিবরণ আপাতত উঠিয়ে দিতে হবে। নইলে সব নামের জন্য করতে হবে, যা সময় ও শ্রমসাপেক্ষ। তালিকাতে আপাতত শুধু নীল সংযোগযুক্ত নাম থাকবে। অর্ণব (আলাপ | অবদান) ০৭:৫৫, ১৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"বাঙালি বিজ্ঞানীদের তালিকা" পাতায় ফেরত যান।