বাঙালি - বাঙালী - বাঙ্গালী এই পরিচয়টি প্রধান দুটি ভাগ হয়ে গেছে। ভারতের বাঙালি ও বাংলাদেশের বাঙালি। এই দুটো ভাগ দেশের বাইরে পরিচয় দিতে হয় ভারতীয় বা বাংলাদেশী। এখন ভারতীয় বা বাংলাদেশী পরিচয়টি সম্পূর্ণ হয়না যেমন -ভারতীয় হলেই যে বাঙালি হবেন তার কোনো কথা নেই তবে ভারতের ১২%-১৫% মানুষ বাঙালি ,আবার বাংলাদেশী হলে যে বাঙালি হবেন তার কোনো কথা না থাকলেও ৯০% -৯৫% মানুষ বাঙালি বাংলাদেশে।বেশির ভাগ বাংলাদেশী দেশের বাইরে বা ভিতরে নিজেরা আলাপ করার সময় নিজেকে বলে বাঙালি যেমন "আরে আমরা বাঙালি'রা এই করেছি ওই করবো " বা "আমরা বাঙালি রা "ইত্যাদি। ১০% ২০% জন আমরা বাংলাদেশি বলে না। আবার বাংলাদেশের রাজনীতিতেও প্রধান দুই দল বাঙালি ও বাংলাদেশী পার্থক আছে । বিবিধ বিষয় ভেবে বাঙালিদেশি শব্দটি বাংলাদেশিদের বা বাংলাদেশের বাঙালিদের জন্য খাঁটি মনে হয় আমার কাছে। আরো অনেক যুক্তি তর্ক হতে পারে ,বাঙালিদেশি শব্দ টি প্রয়োগে বা অভিধানে যোগ করা যায় বলে মনে হয় আমার কাছে

"বাঙালিদেশি" পাতায় ফেরত যান।