আলাপ:বাংলা হরফ

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ১০ বছর পূর্বে "মুদ্রাক্ষর-ছাঁদ এবং বাংলা হরফ এক কথা নয়" অনুচ্ছেদে

ড়, ঢ়, য়

সম্পাদনা

বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কি প্রথম 'ড়', 'ঢ়', এবং 'য়' এই বর্ণত্রয়ের প্রচলন করেছিলেন? অন্যান্য ভারতীয় ভাষা যথা, হিন্দি, ওড়িয়া, এবং অসমীয়াতেও কিন্তু এই তিনটি বর্ণের অস্তিত্ব রয়েছে। এ ব্যাপারে আলোকপাত করলে ভাল হয়। --সুমঙ্গল ভার্গব ০৯:১৭, ২৫ মার্চ ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি অন্য কোন উৎস থেকে এ ব্যাপারে আরও তথ্য যোগাড় করতে পারেন, দয়া করে তা করুন। নিবন্ধের গ্রন্থপঞ্জির বইগুলিতে এরকমই বলা হয়েছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৭, ২৫ মার্চ ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

মুদ্রাক্ষর-ছাঁদ এবং বাংলা হরফ এক কথা নয়

সম্পাদনা

মুদ্রাক্ষর-ছাঁদ বা টাইপফেইস এবংবাংলা হরফ অভিন্ন নয়। প্রথমোক্তটি যে কোনো ভাষা সম্পর্কিত নিবন্ধ। শেষোক্তটি কেবল বাংলাভাষা সম্পর্কিত। সুতরাং একীভূতকরণের প্রস্তাব অবান্তর। ফলক অপসৃত। —Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৩৭, ১১ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"বাংলা হরফ" পাতায় ফেরত যান।