আলাপ:বাংলা বর্ণমালা

সাম্প্রতিক মন্তব্য: Maksud কর্তৃক ১৭ বছর পূর্বে

মনে হচ্ছে কোন সংবাদপত্র থেকে কপি করা।

খালি করে দিন, ও ছক যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৫৪, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটিকে বাংলা বর্ণমালার ইতিহাস করে বাংলা বর্ণমালা কে বাংলা লিপিতে পুনঃনির্দেশ করা উচিত কি না? --মাকসুদ ০৫:১৯, ১০ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন
এটি মনে হয় বিশ্বকোষে প্রকাশের মত কোন লেখা হয়নি। বিশ্বকোষে তো কেবল তথ্য থাকে। এটি অনেকটাই মতামতকেন্দ্রিক এবং প্রবন্ধের ধাঁচে লিখা। যদি এটি কোন কপিরাইট ভঙ্গ না করে তাহলে আমরা একে কাটছাট করে সংশোধন করতে পারি। আর নয়তো পুরো মুছে ফেলা ছাড়া উপায় কী? আর নাম বাংলা বর্ণমালাই থাকা উচিত। তবে আমরা এই নিবন্ধটিকে বাংলা বর্ণমালার ইতাহাস নামে নামাঙ্কিত করতে পারি। তার পরও এর প্রভূত বাটছাট আবশ্যক। ---- User:Muhammad
"বাংলা বর্ণমালা" পাতায় ফেরত যান।