আলাপ:বাংলাদেশ সেনাবাহিনীর স্তরবিন্যাসের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Shohag কর্তৃক ৬ বছর পূর্বে "তথ্যসূত্র সংশোধন প্রশঙ্গে" অনুচ্ছেদে

স্তরবিন্যাস না ফর্মেশন ? সম্পাদনা

Military field Formation এর বাংলা "স্তরবিন্যাস" কি এর অর্থকে সঠিকভাবে ব্যক্ত করে? সেনাবাহিনীর স্তরবিন্যাস বলতে আসলে কি বোঝানো হচ্ছে, সেটা একেবারেই ক্লিয়ার না। তাই আমি মনে করি ফর্মেশন-ই ব্যবহার করা উচিত।

সোহাগ (আলাপ) ১৯:০৮, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


@Shohag:বাংলা উইকিপিডিয়ার অঘোষিত নীতি হচ্ছে বাংলা পরিভাষাকে যথাসর্বোচ্চ সম্ভব প্রাধান্য দেওয়া। ফর্মেশন বাংলা শব্দ নয়। বাংলা ভাষা এমন কোন দরিদ্র ভাষা নয় যে এই শব্দটির পরিস্কার বাংলা করা যাবে না। আপনার কাছে স্তরবিন্যাস পরিভাষাটির অর্থ পরিস্কার না হলে উন্নততর বাংলা পরিভাষা প্রস্তাব করুন। কিন্তু বাংলাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। অর্ণব (আলাপ | অবদান) ১৯:৩১, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তবে এটাও ঠিক যে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে ফর্মেশন শব্দটি ব্যাপকভাবে প্রচলিত থাকে, তাহলে সেই ব্যাপারটাকেও গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে ফর্মেশন বলতে কী বোঝায়, তার সুস্পষ্ট বাংলা ব্যাখ্যা দিতে হবে। অর্ণব (আলাপ | অবদান) ২০:২৪, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen:সকল টেকনিক্যাল টার্মের বাঙলা প্রতিশব্দ তৈরী করতে হবে, এ বিষয়ে আমি একমত নই। যাইহোক, বাংলাদেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত বেশিরভাগ শব্দই ইংরেজি। শুধুমাত্র ড্রিল এবং সৈন্যদের নির্দেশনার কিছু শব্দ বাঙলা করা হয়েছে। ফর্মেশন একটি নির্দিষ্ট সংখক সেনা নিয়ে গঠিত, একটি সেনা সমাবেশকে বোঝায়। এটি সাধারনত একটা নির্দষ্টি এলাকাতে তাদের কর্যকলাপ সীমাবদ্ধ রাখে। এটাকে সেনাবিন্যাস বলা যেতে পারে, কিন্তু সমস্যা হলো, এরকম আরও বিভিন্ন ধরনের সেনা বিন্যাস আছে, যেমন "ইউনিট", তাদের ক্ষেত্রে কি পরিভাষা ব্যবহার করা যাবে আমার জানা নাই। শেষে যেটা বলতে চাইছি, সামরিক বাহিনীতে বিভিন্ন আকার, সামর্থ্য এবং এলাকার ব্যপ্তি অনুসারে সেনাবিন্যাসের বিভন্ন নাম আছে এবং বাংলাদেশ সামরিক বাহিনীগুলো এসব শব্দগুলোই ব্যবহার করে। তাই এখানেও সেসব শব্দই ব্যবহার করা যুক্তিসংগত। আরেকটি বিষয় দেখলাম, এরিয়া কমান্ড-কে বলা হয়েছে "অঞ্চলের কমান্ড"। এক্ষেত্রেও উপরের যুক্তিই ব্যবহার করা উচিৎ। সোহাগ (আলাপ) ০৯:৪৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সংশোধন প্রশঙ্গে সম্পাদনা

এই ভুক্তিতে শেষের দুটি লিংক অনাকাংক্ষিত ও অপ্রযোজনীয়। একটি বিডিমিলিটারি নামের একটি সাইট (৩য় লিংক) যেখানে প্রকৃতপক্ষে কোন ফ্রি তথ্য নাই (খুব সম্ভব সাইটির ওয়েবমাস্টাররা তাদের ডোমেইনের ব্যাকলিংক নেয়ার জন্যই বেশির ভাগ সামরিক বিষয়ক ভুক্তিতে নিজেদের লিংকগুলো বশিয়েছেন)। এবং আরেকটি একটি পাকিস্তিনি ফোরামের লিংক (৪র্থ লিংক), যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় করে একটি বর্ণনা দেয়া হয়েছে, তাদের মূল কথা হলো এই বাহিনী একটি অনুপযোগী এবং অকার্যকর বাহিনী। এদেরকে কেন এখানে লিংক দেয়া হয়েছে, সেটা আমার কাছে বোধগম্য নয়। তাই আমার প্রস্তাব থাকবে, এই দুটি লিংক সরিয়ে ফেলা হোক। সোহাগ (আলাপ) ১৭:২৬, ২৮ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশ সেনাবাহিনীর স্তরবিন্যাসের তালিকা" পাতায় ফেরত যান।