আলাপ:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণকবরের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১১ বছর পূর্বে "ঢাকার বিশ্বরোড সন্নিকটে গণকবর" অনুচ্ছেদে

ঢাকার বিশ্বরোড সন্নিকটে গণকবর সম্পাদনা

ট্রেনে অফিসে যাবার সময় বিশ্বরোড মোড় আর ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝখানে ট্রেনলাইনের বাম পাশে একটা ছোট্ট স্থান বেড়া দেয়া দেখা যায়। সেখানে ফলক লাগানো: প্রস্তাবিত গণকবর স্থান। এব্যাপারে কোথাও কিছু পেলে উল্লেখ করা যেতে পারে। আমি দেখি ওটার ছবি তুলতে পারি কিনা। সেক্ষেত্রে ওটাই একটা প্রামাণ্য তথ্য-উৎস হিসেবে কাজ করবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:২১, ৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণকবরের তালিকা" পাতায় ফেরত যান।