আলাপ:ফিনিন

সাম্প্রতিক মন্তব্য: Md. Rayan Alam Rifat কর্তৃক ১ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধের শিরোনাম সম্পাদনা

@Md. Rayan Alam Rifat: ভাই। বাংলা ভাষায় চীনা শব্দের প্রতিবর্ণীকরণের নিয়মে নিবন্ধটির নাম ফিনিন হওয়াই যুক্তিসঙ্গত। ইংরেজি নিবন্ধে pinyin থাকলেও সেখানে 'p' এর উচ্চারণ 'প' নয়, 'ফ' বা 'ph' বা /pʰ/। ফিনিনের নিজের বানানরীতি ইংরেজি উচ্চারণের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যেমন: ফিনিনে 'b' এর উচ্চারণ 'ব' নয় বরং 'প', 'g' এর উচ্চারণ 'গ' নয় 'ক' এর মতো। বিস্তারিত এখানেসজীব (আলাপ) ১১:২২, ৯ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটির শিরোনাম পরিবর্তন করা হোক। Md. Rayan Alam Rifat (আলাপ) ১৬:১৭, ৯ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"ফিনিন" পাতায় ফেরত যান।