আলাপ:ফারজানা বাট

সাম্প্রতিক মন্তব্য: Nahian কর্তৃক ৩ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে

নামের বানান সম্পাদনা

@Aishik Rehman: নিবন্ধে উল্লেখিত ব্যক্তির নামের বানান "ফারজানা বাট" হবে। যেহেতু, আরবিতে "ট" এর জন্য আলাদা কোন অক্ষর নেই, তাই উর্দুতে উনার নাম 'তা' দিয়ে লেখা হয়েছে, কিন্তু বাংলায় / উর্দুতেও উচ্চারণ হবে "বাট"। আরও উদাহরণ দেখতে পারেন, যেমন: সালমান বাট (পাকিস্তানি ক্রিকেটার)। ~ নাহিয়ান আলাপ ১৮:০৭, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nahian বাট ভেবেও আবার লিখি নি! বাট আবার কেমন নাম! আচ্ছা, যার যা নাম তাইতো লিখতে হবে। কারো নাম বাট হলে আমার আর কি করার থাকে। স্থানান্তর করে দিচ্ছি সময় করে। হীরক রাজা   ১৮:২০, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman: "বাট" কোন নাম না, এটি সহজে বোঝাতে গেলে বলতে হবে "বংশের শিরোনাম"। যেমন: সালমান খানের পরিবারের শিরোনাম "খান", তেমনি "বাট" একটি শিরোনাম। ~ নাহিয়ান আলাপ ১৮:২৪, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"ফারজানা বাট" পাতায় ফেরত যান।