আলাপ:ফসিলস্‌ (ব্যান্ড)

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা সম্পাদনা

উল্লেখযোগ্যতার ব্যাপারে বলতে চাই- অামি অনেক কিছু ইংরাজি উইকিপিডিয়া থেকে নিয়েছি। অামার কাছে এলবাম ও অাছে, ব্যান্ডের সদস্যদের চিনি কারন ওরা বেশ নাম করা। Rahulghose (আলাপ) ০৭:৪০, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

দুঃখজনকভাবে নিবন্ধটিতে যথেষ্ট পরিমাণ লেখাও নেই তাই খালি নিবন্ধের নোটিশ লাগাতে হলো। তাছাড়া উল্লেখযোগ্যতা প্রমাণ করতে উল্লেখযোগ্য উৎস থেকে তথ্যসূত্র লাগে, কিন্তু এই নিবন্ধে কোনো তথ্যসূত্রই নেই। অনুগ্রহপূর্বক এগুলো ব্যক্তিগতভাবে নেবেন না। আমি শুধু নীতিমালা অনুযায়ী কাজ করেছি মাত্র। এটা পড়লে কিছু ধারণা পাবেন। — তানভিরআলাপ১৫:০৯, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ইংরাজি উইকিপিডিয়াতে ফসিল্স রয়েছে, বাঙ্গালিরা এই বিষয়টি ভালো ভাবেই জানে।অামি বাংলার বানান খুব খারাপ তাই বেশি সাহস পাইনা লিখতে।--Rahulghose (আলাপ) ১২:০৯, ২৯ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
যিনি নিবন্ধ শুরু করেছেন, উল্লেখযোগ্যতা তাকেই প্রমাণ করতে হবে, কারণ উল্লেখযোগ্যতা উইকিপিডিয়ার একটি অনমনীয় নীতি। আপনার সাহস সঞ্চয় করে হলেও প্রমাণ করতে হবে যে, ফসিল্স উল্লেখযোগ্য। আর যদি তা প্রমাণ করতে ব্যর্থ হোন, তবে নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসরণ করেনি বলে অপসারণ করা হতে পারে। সেজন্য আপনাকে দ্রুত উপযুক্ত তথ্যসূত্র উল্লেখপূর্বক উল্লেখযোগ্যতা প্রমাণের অনুরোধ করছি। মনে রাখতে হবে, পত্রিকার খবর, কোনো নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫১, ২৯ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ইংরাজি উইকিপিডিয়াতে ফসিল্স রয়েছে। অামি বুঝতে পারছিনা অারও কি দরকার অাছে এটার উল্লেখযোগ্যতা প্রমান করতে। অামি অনেক গুলো তথ্যশুত্র উল্লেখ করেছি।
  1. খবরের কাগজে
  2. রোলিং স্টোন ভারত
Rahulghose (আলাপ) ১৪:৩৮, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
প্রথম ভুলটা হচ্ছে, ইংরেজি উইকিপিডিয়ায় আছে বলেই বাংলা উইকিপিডিয়ায় থাকতে পারবে- এমন ধারণা আসলে সঠিক নয়। সত্যি কথাটি হলো, সব ভাষার উইকিপিডিয়ায়ই একে উল্লেখযোগ্যতা প্রমাণ করেই থাকতে হবে। এখানে আসলে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ নিয়ে আলোচনা করাটা অবান্তর, তবু অল্প একটু: ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধটিতে "Later in the year, Rupam Islam won a National Film Award (Silver Lotus or Rajat Kamal) in the Best Male Playback Singer category from the Government of India for his work in the film Mahanagar @ Kolkata.57th National Film Awards for 2009" শ্রেফ এই লাইনটা ছাড়া আমি গ্রহণযোগ্য আর একটা লাইনও পাইনি। তাও এই লাইনটা রূপম ইসলামের উল্লেখযোগ্যতা তুলে ধরছে, ফসিল্স-এর নয়। ফসিল্স এরকম প্রেস্টিগুয়াস এ্যাওয়ার্ড পায়নি, পেয়েছেন রূপম ইসলাম। সেক্ষেত্রে কয়েকটি পত্রিকায় খবর বেরিয়েছে বলে ফসিল্স উল্লেখযোগ্য হয়ে গেল -এমন ধারণা আসলে ঠিক নয়। পত্রিকা, যেকোনো ইভেন্টেরই খবর ছাপায়। কখনও প্রেস রিলিজ ছাপায়। কখনও টাকা খেয়ে খবর ছাপায়। তাই পত্রিকার খবরকে উল্লেখযোগ্য ধরা হয় না। সেজন্য আসলে আপনাকে উল্লেখযোগ্যতানির্ভরযোগ্য উৎস পাতা দুটি খুব ভালো করে পড়তে হবে। আর একটা ব্যান্ডের উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য আমার মনে হয় উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানী) পাতাটি আপনাকে বুঝতে হবে। উইকিপিডিয়ানরা আসলে নিয়মের বাঁধনে বাঁধা। কিছুই করার নেই এর বাইরে গিয়ে, আবেগকে প্রশ্রয় দিয়ে। আর, আপনার প্রশ্ন থাকলে নির্দ্বিধায় করুন। যে-কেউ আপনার সহায়তায় এগিয়ে আসবেন, ইনশাল্লাহ। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৩, ১৩ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন

চার মাস অতিক্রান্ত হওয়ার পরও নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই নিবন্ধটি অপসারণের পক্ষে প্রস্তাব করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫১, ১২ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"ফসিলস্‌ (ব্যান্ড)" পাতায় ফেরত যান।