আলাপ:প্রোলিন

সাম্প্রতিক মন্তব্য: 103.135.88.126 কর্তৃক ১ বছর পূর্বে "উদ্ভিদের প্রোটিন ও প্রোলিন উৎপাদন" অনুচ্ছেদে

কৃষি শিক্ষা সম্পাদনা

কিছু কিছু উদ্ভিদ প্রোলিন উৎপাদন করে কেন? প্রোলিন কি? — 119.30.38.28 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উদ্ভিদের প্রোটিন ও প্রোলিন উৎপাদন সম্পাদনা

খরার প্রভাবে উদ্ভিদ দেহের প্রোটিন ভেঙে বিভিন্ন জৈব-রাসায়নিক কর্মকান্ডে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে প্রোটিন বেশি মজুদ থাকলে তা খরা প্রতিরোধে সাহায্য করে। আবার প্রোটিন ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হতে পারে। এ জন্য কিছু কিছু উদ্ভিদ প্রোলিন নামক এক ধরনের রাসায়নিক দ্রব্য তৈরি করে যা এ বিষক্ততার মাত্রাকে কমিয়ে ফসলকে খরা সহনশীল করে তোলে। 103.135.88.126 (আলাপ) ০৪:৪৬, ১৫ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"প্রোলিন" পাতায় ফেরত যান।