আলাপ:প্রিন্স উইলিয়াম
এই পাতাটি প্রিন্স উইলিয়াম পুনর্নির্দেশের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
স্থানান্তর
সম্পাদনাপ্রিন্সের বাংলা হলো রাজপুত্র। এই নিবন্ধকে "রাজপুত্র উইলিয়াম" শিরোনামে সরালে ভালো হয়। উল্লেখ্য, উইলিয়াম কিন্তু যুবরাজ নন, কারণ ইংল্যান্ডের যুবরাজ হলেন তার বাবা চার্লস। --রাগিব (আলাপ | অবদান) ০৮:১১, ১ মে ২০১১ (ইউটিসি)
মতামত ও রিডাইরেক্ট
সম্পাদনাধন্যবাদ রাগীব, নিবন্ধটি আপনার মনোযোগ আকর্ষণ ও দৃষ্টি পড়েছে বলে। প্রিন্স শব্দটির বাংলায় অর্থ যদিও রাজপুত্র বা যুবরাজ হিসেবে আমরা জানি তবুও প্রিন্স শব্দটি নিছক একটি উপাধী হিসেবেই আমার মনে হয়। কেননা -
- রাণীমা অর্থাৎ ২য় এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্স হিসেবেই - প্রিন্স চার্লস ক্ষমতায় আসবেন নিঃসন্দেহে এবং প্রিন্স চার্লস মারা গেলে প্রিন্স উইলিয়াম। এ অবস্থায় যদি প্রিন্স চার্লস মারা যেতেন এবং প্রিন্সেস ডায়ানা জীবিত থাকতেন তবে রাণীমা'র মৃত্যুর পর প্রিন্সেস ডায়ানা আসতেন!
- কিংবা রাণীমা'র জীবিতকালেই প্রিন্স চার্লস মারা গেলে প্রিন্স হিসেবে - প্রিন্স উইলিয়াম রাণীমা'র মৃত্যুর পর ক্ষমতায় আসবেন।
- অন্যান্য উইকি'র অনেকগুলোতেই নিবন্ধ হিসেবে প্রিন্স উইলিয়াম হিসেবে স্থান পেয়েছেন।
- আন্তর্জাতিক ভাষা ইংরেজী নিবন্ধেও কিন্তু "প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ" নিবন্ধটি এসেছে।
বিকল্প প্রস্তাবনাসমূহ :
(১) রিডাইরেক্ট করে - উইলিয়াম আর্থার ফিলিপ লুইস
(২) প্রিন্স উইলিয়াম, ডিউক অব ক্যামব্রিজ নামকরণ করা যেতে পারে।
অন্যান্য আগ্রহী উইকিপিডিয়ানগণ কি বলেন!
নিবন্ধ একীকরণ
সম্পাদনানিবন্ধটি আগেই প্রিন্স উইলিয়াম, ডিউক অফ কেমব্রিজ নামে শুরু হয়েছিল। এটির এবং সুব্রতদার পরে শুরু করা নিবন্ধের কন্টেন্ট একই হওয়ায়, আমি নিবন্ধটি আগের নিবন্ধটির সাথে একত্রীকরণ করে দিয়েছি। সাথে সাথে নিবন্ধ দুটোর মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন ছিল তাও করে দিয়েছি। অবদানকারীদের তাই প্রিন্স উইলিয়াম, ডিউক অফ কেমব্রিজ পাতায় অবদান রাখার অনুরোধ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:১৬, ১ মে ২০১১ (ইউটিসি)