এই বিষয়ে আমি গবেষণা করছি দীর্ঘদিন ধরে। তবুও এই লেখনীতে গঠনযোগ্য সংযোজন, পরিমার্জন সব সময়ই স্বাগতম। ধন্যবাদ।

ইংরেজি আর্টিকেলে লিংক সম্পাদনা

একটা ব্যাপার বুঝতে পারলাম, সেটা কি ঠিক যে, বাংলা উইকিপীডিয়া থেকে কোনো লিংক ইংরেজি উইকিপীডিয়ায় করা যায় না। যেমন আমি প্রতীক কথাটিকে প্রতীক লিখলে তা বাংলা উইকিপীডিয়ার 'প্রতীক' নিবন্ধে লিংক হয়ে যায়। কিন্তু ইংরেজি symbols শব্দটিকে symbols এবং symbols লেখাসত্ত্বেয় তা ইংরেজি উইকিপীডিয়ায় লিংক হচ্ছে না। বরং দ্বিতীয়োক্তভাবে লিখলে পুরো ইংরেজি লেখাটি উধাও হয়ে যাচ্ছে প্রিভিউতে।

"প্রতীক" পাতায় ফেরত যান।