আলাপ:পৌষ সংক্রান্তি

সাম্প্রতিক মন্তব্য: Trinanjon কর্তৃক ১১ বছর পূর্বে "বাঙালীরা কি পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওরায় ?" অনুচ্ছেদে

বাঙালীরা কি পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওরায় ? সম্পাদনা

আমার ধারনা ছিল যে বাঙালীরা শুধু বিশ্বকর্মা পূজার দিনই ঘুড়ি ওরায়। পৌষ সংক্রান্তির দিন কলকাতার আশেপাশে ঘুড়ি উড়তে দেখেছি বলে মনে পড়ছে না। — BengaliHindu (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

হ্যাঁ, ওড়ায়। কলকাতার কয়েকশো মাইল পূর্বে একটি দেশেও বাঙালিরা বাস করে এবং সংখ্যাগরিষ্ঠ। সেখানে এই ব্যাপারটার চল রয়েছে। :) --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৭, ৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। এক আধটা সূত্র উল্লেখ করলে ভাল হয়। BengaliHindu (আলাপ) ২০:০১, ৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
পুরানো ঢাকায় এটা জনপ্রিয় একটা উৎসব। এমনকি উইকিমিডিয়া সাইনপোস্টেও এই নিয়ে একবার লেখা ও ছবি এসেছিলো। (এই বিষয়ে বাংলা উইকির এক্জন প্রশাসক বেলায়েত বিস্তারিত লিখেছেন নিজ ব্লগে)। যাহোক, নিবন্ধেই রেফারেন্স আছে - Siddiqui, Dr. Kamal Uddin; Dr. Mahfuzul Haque, Zahirul Haque। । প্রকাশক: Ministry of Foreign Affairs, Government of the PRB। এ ছাড়াও পত্রপত্রিকায় বিস্তর রেফারেন্স থাকার কথা, গুগল সার্চ করলেই পাবেন (যেমন, এইরকম, বা এই রকম, বা এই রকম, বা এই রকম)। আশা করি পর্যাপ্ত রেফারেন্স দিয়ে আপনাকে বিশ্বাস করাতে পারলাম :)। আর প্রত্যক্ষদর্শীর বিবরণ বেলায়েত দিতে পারবেন, ছবিও। --রাগিব (আলাপ | অবদান) ২৩:১৪, ৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
মকর সংক্রান্তি বা বিশ্বকর্মা পূজা ছাড়াও সরস্বতী পূজাতেও ঘুড়ি ওড়ানোর রীতি বাংলায় প্রচলিত। তাই এই তিনটি দিনকেই ঘুড়ি ওড়ানোর সাথে সম্পর্কিত বলা যেতে পারে। -তৃণাঞ্জন (আলাপ) ১০:৪৪, ১৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটিকে মকরসংক্রান্তি-তে একত্র করার প্রস্তাব সম্পাদনা

আজই মাত্র মকরসংক্রান্তি নিবন্ধটি শুরু করেছি। এটা সত্যি মকরসংক্রান্তি আসলে পৌষ সংক্রান্তি। কিন্তু আমি যতটুকু বুঝলাম, যেখানে পৌষ সংক্রান্তি শুধুমাত্র একটা উৎসব, সেখানে মকরসংক্রান্তি হলো সেই ক্ষণ, যাকে ঘিরে এই উৎসব উদযাপিত হয়। এছাড়া আমি দেখলাম, পৌষ সংক্রান্তি শুধু বাংলাদেশ এবং ভারতে উদযাপিত উৎসবের নাম, একই দিনে (মকরসংক্রান্তিতে) উদযাপিত উৎসব হিসেবে নেপালে এটা পরিচিত মাঘি নামে, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পি মা লাও, মিয়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে পরিচিত। সুতরাং মনে করছি, এই উৎসবগুলোর নামে আলাদা আলাদা ছোট ছোট নিবন্ধ তৈরি না করে সবগুলোকে একত্রে মকরসংক্রান্তি নিবন্ধে একত্র করা যায়। কারণ দিবসটা আসলে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি দিবস, মূলত কোনো উৎসব নয়। পরামর্শ আশা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৯, ১ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"পৌষ সংক্রান্তি" পাতায় ফেরত যান।