আলাপ:পিশাচ

সাম্প্রতিক মন্তব্য: Khaled0147 কর্তৃক ১১ বছর পূর্বে "পিশাচ কি জ্বিন?" অনুচ্ছেদে

পিশাচ কি জ্বিন? সম্পাদনা

নিবন্ধে উল্লেখ করা হয়েছে পিশাচ একরকমের জ্বিন। জ্বিন হলে ইসলাম ধর্মমতে পিশাচ আল্লাহর সৃষ্টি এবং বাস্তব, কাল্পনিক নয়। ইংরেজিতে এর নাম দেখলাম Ghoul যার আবির্ভাব আরবি ভাষা থেকে। আমি যতদূর জানি পিশাচের ব্যাপারটা সম্পূর্ণ কাল্পনিক। বাংলা সাহিত্যে আর উপকথায় লোম খাড়া করে দেবার উদ্দেশ্যে এর আমদানি। বাংলা ভাষার একান্তই নিজস্ব সম্পদ এই পিশাচ। পিশাচ আর Ghoul এক জিনিস বলে মনে হয় না। এ বিষয়ের পক্ষে-বিপক্ষে কোন সূত্র থাকলে জানানোর আবেদন জানাচ্ছি।----খালেদ (আলাপ) ২০:১০, ২৫ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"পিশাচ" পাতায় ফেরত যান।