সাসানিদ এবং আকায়েমেডিয়ান বিভ্রান্তি সম্পাদনা

(খাশয়র্শ'-এর অভিযানগুলি ছিল পারস্য সাম্রাজ্যের সীমানা বিস্তারের শেষ উল্লেখযোগ্য প্রচেষ্টা। খাশয়র্শ'-এর দ্বিতীয় পুত্র সম্রাট ১ম আর্দাশির-এর আমলে মিশরীয়রা গ্রিকদের সহায়তায় পারস্যের বিরুদ্ধে বিদ্রোহ করে। ৪৪৬ খ্রিস্টপূর্বাব্দে তাদের দমন করা হলেও এটি ছিল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বৃহৎ আক্রমণ এবং এভাবেই এর পতন শুরু হয়।) এটা ঠিক না খাশয়র্শ এর পুত্র আরদারশির ছিলেন না সেরেক্সাস এর পুত্র ছিলেন Artaxerxes I বা আরটাক্সেরিস ১ম। আরদারশির ১ম ছিলেন সাসানিদ সম্রাট এবং আকায়েমেদিয়ান সাম্রাজ্যের কোন সম্রাট তিনি ছিলেন না আর সেরেক্সাস নিজে কখনো মিশর জয় করেননি বরং তার পুত্রের সময়ই এটি বিজিত হয়

"পারস্য" পাতায় ফেরত যান।