আলাপ:পানিপথ

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৫ বছর পূর্বে "পানিপাত না পানিপথ" অনুচ্ছেদে

পানিপাত না পানিপথ সম্পাদনা

পানিপাত না পানিপথ। আমি কিন্তু ভারতীয় ইতিহাস বইতে পানিপথ লেখাটাই পাই। বাংলাদেশে কি থাকে জানি। জাহিন ও অর্ণব-এর কাছ থেকে এ ব্যাপারে কিছু মতামত চাই।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:০২, ২০ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশেও পানিপথ-ই বলা হয়। এখানে বানানটা এরকমের যা কারণ বুঝলাম, ভারতের শহরের ডাটাবেইজ থেকে বট দিয়ে এটা তৈরী করা -- ডাটাবেইজ অনুবাদ করতে যাকে দিয়েছিলাম, সে এটার ইংরেজি বানান থেকে বাংলা করতে গিয়ে পানিপাত করে ফেলেছে। এটাকে "পানিপথ" বানানে সরিয়ে নিতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:০৬, ২০ ফেব্রুয়ারি ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"পানিপথ" পাতায় ফেরত যান।