আলাপ:পদ্য

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৪ বছর পূর্বে

কবিতা আর পদ্য কি এক? কবিতা হলো poem, আর পদ্য হলো poetry, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৬, ৩১ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, তাই।ফয়সল ১৭:৪৯, ৩১ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
অবশ্য ইংরেজি উইকিতে দেখছি দুটোর উপরে একটাই ভুক্তি আছে। কাজেই এখানেও এক করলে সমস্যা নেই। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৬, ৩১ মে ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয় কবিতা পদ্যের আওতায় পড়ে, পদ্যের একটা প্রকার হলো কবিতা, ছড়া আরেক প্রকার। পদ্যের মধ্যে বচনও পড়ে। পদ্যের পরিধি অনেক বড়। (এটা আমার মতামত) সাহিত্যের মধ্যে আমি নাটক include করেছিলাম, সেটা আবার চলে গেল কেন? নাটক সাহিত্যের মধ্যে পড়ে। শাফ্‌ক্বাত
"পদ্য" পাতায় ফেরত যান।